ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
Sharenews24

মসজিদে আমির হামজাকে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় লাঞ্ছিত

২০২৫ অক্টোবর ২৬ ১৮:৫৯:৩৭
মসজিদে আমির হামজাকে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ অক্টোবর তারিখে কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বোড়িয়া জামে মসজিদে নামাজ শেষে বক্তব্য দেওয়ার সময় ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করেন স্থানীয় এক ব্যক্তি। এই ঘটনার পর ওই ব্যক্তিকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

গত শনিবার বিকেলে আসরের নামাজের পর মুফতি আমির হামজা বক্তব্য দিচ্ছিলেন। এসময় শাহজাহান আলী হান্নান নামে স্থানীয় একজন দাঁড়িয়ে আমির হামজাকে কিছু বলার অনুমতি চান। অনুমতি পাওয়ার পর হান্নান মুফতি আমির হামজাকে ধর্মীয় আলোচনা করার জন্য অনুরোধ করেন, কিন্তু কোনো রাজনৈতিক আলোচনা না করার কথা বলেন।

এরপর মসজিদে উপস্থিত মুসল্লিরা উত্তেজিত হয়ে পড়েন এবং হান্নানের দিকে তেড়ে যান। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। শাহজাহান আলী হান্নান বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি এবং বোড়িয়া জামে মসজিদের সভাপতি।

হান্নানের দাবি, নামাজ শেষে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করার কারণেই লোকজন তার দিকে তেড়ে আসে। তবে এ ঘটনায় মুফতি আমির হামজা দুঃখ প্রকাশ করেছেন বলে হান্নান জানিয়েছেন।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্ভাব্য প্রার্থী হিসেবে মুফতি আমির হামজার নাম ঘোষণা করা হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে