ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
Sharenews24

জাতির কাছে আবারও নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত

২০২৫ অক্টোবর ২৩ ১১:৫০:৩৫
জাতির কাছে আবারও নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতির কাছে আবারও নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় সকালে এক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি ক্ষমা প্রার্থনা করেন।

ডা. শফিকুর রহমান বলেন,“১৯৪৭ সাল থেকে আজকের দিন পর্যন্ত আমাদের দ্বারা যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে বিনা শর্তে ক্ষমা চাচ্ছি।”

তিনি আরও উল্লেখ করেন, এর আগেও জামায়াতের শীর্ষ নেতারা ক্ষমা চেয়েছেন, যেমন প্রফেসর গোলাম আযম, মতিউর রহমান নিজামী এবং নিজেও ক্ষমা জানিয়েছিলেন।

জামায়াত আমির বলেন,“আমাদের সংগঠন মানুষের সংগঠন। আমাদের ১০০টি সিদ্ধান্তের মধ্যে হয়তো একটি ভুল হতে পারে। যদি কোনো সিদ্ধান্তে জাতির ক্ষতি হয়, আমি দুঃখিত এবং ক্ষমা চাওয়ায় কোনো অসুবিধা নেই।”

তিনি বললেন,“এখন ক্ষমা চাওয়ার ভাষা নিয়ে বিতর্ক করা হচ্ছে, কিন্তু আমি আবারও বলছি, ১৯৪৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমাদের দ্বারা যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।”

সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ডা. শফিকুর রহমান গণভোট আয়োজনের দাবি জানান এবং বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সংবিধান অনুসারে দেশের সংখ্যালঘুদের নিরাপদ ও নির্বিঘ্নে বসবাসের নিশ্চয়তা দেওয়া হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে