ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

আবু ত্বহার দ্বিতীয় স্ত্রী দিলেন ছবি-ভিডিওসহ চাঞ্চল্যকর প্রমাণ

২০২৫ অক্টোবর ১৪ ১৫:৪৭:১০
আবু ত্বহার দ্বিতীয় স্ত্রী দিলেন ছবি-ভিডিওসহ চাঞ্চল্যকর প্রমাণ

নিজস্ব প্রতিবেদক : আলোচিত ইসলামিক বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান ও তাঁর দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারাহ’র মধ্যকার দাম্পত্য কলহ এখন পুরোপুরি প্রকাশ্যে চলে এসেছে। এবার সরাসরি ছবি ও সিসিটিভি ভিডিও প্রকাশ করে সাবিকুন নাহার তাঁর স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও অসংখ্য নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের বিস্ফোরক অভিযোগ এনেছেন।

এক দীর্ঘ ফেসবুক পোস্টে সাবিকুন দাবি করেন, আবু ত্বহার সঙ্গে জারিন জাবিন নামের এক বিমানবালার সম্পর্ক রয়েছে, যার প্রমাণস্বরূপ তিনি প্রতিষ্ঠানিক সিসিটিভি ফুটেজ ও তাদের একান্ত মুহূর্তের ছবি প্রকাশ করেছেন। অভিযোগ অনুযায়ী, শুধু এই একজন নন, বরং ত্বহার একাধিক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে—রংপুর, ঢাকা ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়েও রয়েছে নানা রকম যোগসূত্র।

সাবিকুন লিখেছেন, ত্বহা নাকি “নারী সংক্রান্ত সমস্যায় ভোগেন” এবং নিজেই স্বীকার করেছেন “মাহরাম নারীকেও দেখলে প্রবলেম হয়।” অভিযোগ অনুযায়ী, তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ, সিরাত প্রতিযোগিতা ও ‘মাদ্রাসা করে দেওয়ার’ প্রতিশ্রুতির মাধ্যমে একাধিক নারীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলেছেন তিনি। এমনকি এক সময় তাঁর বাসায় কাজ করা নারী কর্মীকেও তিনি ফোন করে ব্যক্তিগত আলাপ চালিয়ে গেছেন বলে অভিযোগ করেন সাবিকুন নাহার।

এমনকি স্ত্রীর সামনেই অন্য নারীদের প্রশংসা, ছবি চাওয়া, তাদের সঙ্গে একান্তে বসা এবং ‘ভবিষ্যৎ স্ত্রী’ হিসেবে দেখার কথাও তুলে ধরেছেন তিনি। তিনি আক্ষেপ করে বলেন, “আমার কাছে সে সব ছিল—স্বামী, ভালোবাসা, দুনিয়া। অথচ তার চোখে নতুন নারীর লিপ্সাই বড় হয়ে উঠেছে।” আবু ত্বহার শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসা—উভয় স্থানকেই তিনি ‘নারী কেন্দ্রিক প্লাটফর্ম’ হিসেবে বর্ণনা করেছেন।

সবশেষে সাবিকুন বলেন, তিনি দুই বছর ধরে ব্যক্তিগতভাবে সমাধান খুঁজতে চেয়েছেন, কিন্তু কোনো ওলামা কিংবা প্রভাবশালী পক্ষ সময় দেননি। তাই বাধ্য হয়েই অনলাইনকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। তাঁর ভাষায়, “তারা অনলাইনের মানুষ, অনলাইনেই তাদের টনক নড়ে।”

সাবিকুনের এই পোস্টে একাধিক স্ক্রিনশট, ছবি ও ভিডিও ক্লিপ যুক্ত করা হয়েছে, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনার পর ইসলামিক বক্তা ত্বহার ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা নিয়েও ব্যাপক প্রশ্ন উঠেছে। ধর্মীয় ব্যক্তিত্বের এমন ব্যক্তিজীবন কতটা গ্রহণযোগ্য—তা নিয়েও শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।

সবমিলিয়ে, আবু ত্বহা ও সাবিকুন নাহারের সম্পর্ক এখন ভাঙনের কিনারায়। বিষয়টি শুধু ব্যক্তি বা পারিবারিক বিষয় থাকছে না, বরং সামাজিক ও ধর্মীয়ভাবে বহুমাত্রিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে