ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

নির্বাচন ও গণভোট নিয়ে ভোটারদের জন্য বড় চমক

২০২৫ অক্টোবর ০৯ ১৮:২৫:৩৫
নির্বাচন ও গণভোট নিয়ে ভোটারদের জন্য বড় চমক

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে আয়োজন করা সম্ভব এবং তাতে ব্যয় ও সময় সাশ্রয় হবে। তিনি মনে করেন, নির্বাচন কমিশনের সক্ষমতা রয়েছে একসঙ্গে দুটি ভোট আয়োজনের।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ইসি মাছউদ বলেন—“জাতীয় নির্বাচনের মধ্যে গণভোট আয়োজন করলে ঘোষিত ফেব্রুয়ারি সময়সূচিতে কোনো প্রভাব পড়বে না। নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে একইদিনে নির্বাচন ও গণভোট পরিচালনার জন্য।”

তিনি আরও বলেন—“দুটি ভোট একসঙ্গে হলে বড় ব্যয় সাশ্রয় হবে। তবে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ কিছুটা বাড়ানো লাগতে পারে। আইনগত দিক থেকেও এতে কোনো বাধা নেই।”

গণভোটে কী বিষয়ে জনমত নেওয়া হতে পারে— এমন প্রশ্নে ইসি মাছউদ বলেন,“জনগণই সকল ক্ষমতার উৎস। গণভোটে জুলাই সনদের ধারা নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত থাকবে। তবে পুরো বিষয়টি নির্ভর করছে রাজনৈতিক ঐকমত্যের ওপর। সরকার চাইলে ইসি প্রস্তুত।”

বাংলাদেশে গণভোট একটি বিরল প্রক্রিয়া হলেও, সাম্প্রতিক সময়ে জুলাই সনদ ও অন্যান্য রাজনৈতিক সংস্কার বিষয় নিয়ে গণভোট আয়োজনের দাবি ওঠে। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশনারের এ মন্তব্য গুরুত্ব পাচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, একইদিনে নির্বাচন ও গণভোট হলে জনগণের অংশগ্রহণ বাড়বে, তবে যথাযথ প্রস্তুতি ও রাজনৈতিক ঐকমত্য ছাড়া এমন উদ্যোগ বাস্তবায়ন কঠিন হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে