ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

মৃত মায়ের দাফন আটকে সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মারামারি

২০২৫ অক্টোবর ০৯ ১৮:০৪:২২
মৃত মায়ের দাফন আটকে সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মারামারি

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর কোম্পানীগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মায়ের মরদেহ দাফন আটকে রাখার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামে এমন হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়।

মৃত নারী আমেনা বেগম (৬৫), তিনি ওই গ্রামের মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী। বুধবার সন্ধ্যায় তিনি মারা যান বেগমগঞ্জ উপজেলার মেয়ের বাড়িতে। পরে মরদেহ তার স্বামীর বাড়িতে দাফনের জন্য আনা হলে দুই ছেলের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধে বাধে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ছেলে সাইফুল্লাহ মায়ের কাছ থেকে মৃত্যুর আগেই ১২ শতক জমি রেজিস্ট্রি করে নেন। এতে বড় ছেলে নজিব উল্ল্যাহ নিজেকে বঞ্চিত মনে করেন। মরদেহ বাড়িতে আনার পরপরই সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

বিষয়টি জানার পর কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন। তার মধ্যস্থতায় দুই ভাই সমঝোতায় পৌঁছান এবং বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে আমেনা বেগমের মরদেহ স্বামীর কবরের পাশে দাফন করা হয়।

তিনি বলেন—“প্রাথমিকভাবে উভয় পক্ষ মায়ের দাফনে সম্মত হয়েছেন। দাফনের পর স্থানীয়ভাবে একটি বৈঠকের মাধ্যমে সম্পত্তি বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।”

বাংলাদেশে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ নতুন নয়, তবে মরদেহ দাফনের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় বিষয়েও দ্বন্দ্বে জড়িয়ে পড়া সামাজিকভাবে বিরল ও নিন্দনীয়। স্থানীয় সচেতন মহল এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং পারিবারিক সম্পত্তি নিরসনে দ্রুত আইনি ও সামাজিক সমাধানের দাবি তুলেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে