ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

আবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, এবার বিশ্বেও বাজিমাত

২০২৫ অক্টোবর ০৯ ১৭:৩২:১৮
আবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, এবার বিশ্বেও বাজিমাত

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ২০২৬ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। গত বছরের তুলনায় ঢাবি ২০০ ধাপ এগিয়ে এবার স্থান করে নিয়েছে ৮০১ থেকে ১০০০ অবস্থানে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। এ বছর বিশ্বের ৩,১১৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের র‌্যাংকিংয়ে ঢাবির অবস্থান ছিল ১০০১-১২০০-এর মধ্যে। সেই তুলনায় এ বছরের অবস্থান ২০০ ধাপ উন্নয়ন বোঝায় যা বিশ্ববিদ্যালয়টির জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই অগ্রগতির পেছনে মূল ভূমিকা রেখেছে—গবেষণার পরিবেশ, গবেষণার গুণমান, শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতা

সূচক অনুযায়ী ঢাবির উন্নতি:

গবেষণার পরিবেশ: ১০.৩ → ১৩.৩

গবেষণার মান: ৬৭.২ → ৭৬.৫

শিল্পখাতের সহযোগিতা: ২১.৪ → ৩৩.২

শিক্ষা সূচক: ১৭.৭

আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচক: ৪৫.০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয় পরিবারের সকল শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে বলেন—"এই অগ্রগতি আমাদের ধারাবাহিক প্রচেষ্টা, গবেষণায় মনোনিবেশ এবং আন্তর্জাতিক মান রক্ষার ফল। আমরা এই ধারা অব্যাহত রেখে আরও সামনে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এই অর্জনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও বাংলাদেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ধরে রেখেছে এবং বিশ্ব মানচিত্রে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে