ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫
Sharenews24

আন্দোলনের আগেই সুখবর: বাড়িভাড়া ভাতা নিয়ে বড় পদক্ষেপ

২০২৫ অক্টোবর ০১ ১৬:০৯:৫৭
আন্দোলনের আগেই সুখবর: বাড়িভাড়া ভাতা নিয়ে বড় পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের এই দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার বাড়িভাড়া এক হাজার টাকা বাড়িয়ে দুই হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু শিক্ষকরা এই প্রস্তাবের বিরোধিতা করে মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়িভাড়া ভাতার দাবি জানান।

ঢাকায় মহাসমাবেশ করে শিক্ষক-কর্মচারীরা আগামী ১০ অক্টোবর পর্যন্ত দাবি বাস্তবায়নের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নিলে ১২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

এমন অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি নিয়েছে। আগামী রোববার (৫ অক্টোবর) এ প্রস্তাব পাঠানো হবে বলে শিক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ আলাদা আলাদা করে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রস্তাব দেবে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এ প্রস্তাব অনুমোদন করেছেন। এখন সেটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠানো হবে। দুর্গাপূজার ছুটি শেষে প্রথম কর্মদিবস রোববার (৫ অক্টোবর) প্রস্তাব পাঠানো হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বাড়িভাড়া ভাতা মূল বেতনের ওপর শতাংশ হারে প্রদান করা হবে। বাড়িভাড়া ভাতার হার চার ধরনের হতে পারে — ৫%, ১০%, ১৫% অথবা ২০%। অর্থ মন্ত্রণালয় অনুমোদন করলেই নির্দিষ্ট হার কার্যকর হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে