ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

প্রধান উপদেষ্টার মুখে আ.লীগের সচল হওয়ার সুর 

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৯:২৫:০৫
প্রধান উপদেষ্টার মুখে আ.লীগের সচল হওয়ার সুর 

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানকালে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এই বক্তব্য ইতোমধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করেনি বা দলীয় রেজিস্ট্রেশন বাতিল করেনি। তবে, সরকারের পক্ষ থেকে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, “পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। নিষেধাজ্ঞা স্থায়ী নয়।”

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, “এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের। কে নির্বাচনে অংশ নেবে, সেটি একান্তভাবেই তাদের সিদ্ধান্ত।” তিনি সংবিধান ও নির্বাচন কমিশনের আইনি ক্ষমতার বিষয়টি সামনে এনে বলেন, সব রাজনৈতিক দলের অধিকার রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের কাঁধেই বর্তায়।

ড. ইউনূস আওয়ামী লীগের রাজনৈতিক আচরণ নিয়ে সরাসরি সমালোচনা করে বলেন, “তারা নিজেদের রাজনৈতিক দল বলে দাবি করলেও, বাস্তবে তাদের কার্যকলাপ রাজনৈতিক দলের মতো নয়।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগ বহুবার রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমন-পীড়ন চালিয়েছে, মানুষ হত্যা করেছে, অথচ এসব ঘটনার দায় কখনোই স্বীকার করেনি।”

তার ভাষ্য অনুযায়ী, দলটি বারবার নিজেদের অপরাধ অন্যের ওপর চাপিয়ে দিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছে, যা রাজনৈতিক শালীনতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।

ড. ইউনূস দাবি করেন, “এই নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক থাকবে না।” তার এই মন্তব্য নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে। কেউ কেউ একে রাজনৈতিক ভবিষ্যদ্বাণী হিসেবে দেখছেন, আবার অনেকে একে উসকানিমূলক বলেও উল্লেখ করছেন।

প্রতিবেদনের শেষ অংশে ড. ইউনূস বলেন, “বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন গভীর সংকটে রয়েছে। ভবিষ্যতের রাজনীতি কেমন হবে, তা নির্ভর করছে জনগণের অংশগ্রহণ, সুষ্ঠু নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর আত্মসমালোচনার ওপর।” তিনি একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ গঠনের আহ্বান জানান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে