ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

একসঙ্গে বিক্রেতা নিখোঁজ দুই ডজন কোম্পানির

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৯:০৩:৫০
একসঙ্গে বিক্রেতা নিখোঁজ দুই ডজন কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সূচক বৃদ্ধির সাথে তাল মিলিয়ে আজ (৩০ সেপ্টেম্বর) লেনদেনের পরিমাণও বেড়েছে। এই ইতিবাচক প্রবণতার দিনে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে ছিল প্রায় দুই ডজন কোম্পানি। বিপুল সংখ্যক বিনিয়োগকারী এই শেয়ারগুলো কিনতে আগ্রহী হওয়ায় এক পর্যায়ে কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়ে যায়, যা বাজারে একটি শক্তিশালী ডিমান্ডের ইঙ্গিত দেয়। স্টকনাও সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

চাঙাভাবের দিনে যে ২৪টি কোম্পানি বিক্রেতা সঙ্কটে পড়ে, তার মধ্যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও টেক্সটাইল খাত ছিল প্রধান। কোম্পানিগুলো হলো—সোস্যাল ইসলামী ব্যাংক, বিডি ল্যাম্পস, এবি ব্যাংক, খুলনা পাওয়ার, ন্যাশনাল ফিড মিল, আইএফআইসি ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, বিআইএফসি, আইসিবি ইসলামিক ব্যাংক, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, পিপলস লিজিং, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, রিংশাইন টেক্সটাইল, জিএসপি ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, রিজেন্ট টেক্সটাইল, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফ্যামিলি টেক্স, ইউনিয়ন ব্যাংক এবং ইস্টার্ন লুব্রিক্যান্টস।

বিক্রেতা সঙ্কটে থাকা কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে সোস্যাল ইসলামী ব্যাংকের। এদিন ব্যাংকটির শেয়ার দর ৪০ পয়সা বা সর্বোচ্চ ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি দেখেছে বিডি ল্যাম্পস; কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৯০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে ১৬৪ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে এবি ব্যাংক। এই ব্যাংকটির শেয়ার দর ৫০ পয়সা বা ৯.৫২ শতাংশ বেড়ে ৫ টাকা ৭০ পয়সায় স্থির হয়েছে। এই তিনটি কোম্পানি ছাড়াও খুলনা পাওয়ার এবং ন্যাশনাল ফিড মিল উভয়েরই শেয়ার দর ১ টাকা বা ৯.৫২ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে, যা বিনিয়োগকারীদের এই শেয়ারগুলোর প্রতি তীব্র আগ্রহের প্রমাণ।

অন্যদিকে, বিক্রেতা সঙ্কটে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আইএফআইসি ব্যাংক-এর দর বেড়েছে ৫০ পয়সা বা ৯.৪৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্স-এর ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ, এবং বিআইএফসি-এর ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ। এছাড়াও আইসিবি ইসলামিক ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক উভয়েরই দর ২০ পয়সা করে বেড়েছে।

এছাড়া, ইস্টার্ন লুব্রিক্যান্টস সর্বোচ্চ ১২০ টাকা ২০ পয়সা দর বৃদ্ধি নিয়ে তালিকার শেষ দিকে থাকলেও শতাংশের হিসাবে সেটি ছিল ৫ শতাংশ। সার্বিকভাবে দুই ডজনের বেশি কোম্পানি একদিনে হল্টেড হয়ে যাওয়া বাজারে ইতিবাচকতার নতুন বার্তা দিচ্ছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে