ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শিক্ষার্থীদের কোটি টাকা হাতানো বিএসবির খায়রুলের সম্পদ ক্রোক

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৮:৪১:৪০
শিক্ষার্থীদের কোটি টাকা হাতানো বিএসবির খায়রুলের সম্পদ ক্রোক

নিজস্ব প্রতিবেদক : উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আলোচিত বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের মালিক খায়রুল বাশার বাহারের নামে থাকা প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি বলেন, “খায়রুল বাশার শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। প্রাথমিক তদন্তে প্রতারণার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় ২০২৫ সালের ৪ মে গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয় তার বিরুদ্ধে। এরপর ১৪ জুলাই তাকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে সিআইডি।”

সিআইডির অনুসন্ধানে জানা গেছে, প্রতারণার মাধ্যমে আদায়কৃত অর্থে রাজধানীর বিভিন্ন এলাকায় ১২২ দশমিক ৪৫ শতাংশ জমি কিনেছেন খায়রুল। এসব জমির বর্তমান বাজারমূল্য প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকা।

এই তথ্যের ভিত্তিতে সিআইডি ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে সম্পদ ক্রোকের আবেদন করে, যা আদালত অনুমোদন দিয়েছেন।

বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন আরও বলেন, “নিজেকে একজন শিক্ষাবিদ ও সফল উদ্যোক্তা হিসেবে পরিচয় দিলেও খায়রুল বাশার একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের বিশ্বাসের সুযোগ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।”

সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন, খায়রুল বাশারের নামে রাজধানী ও অন্যান্য এলাকায় আরও জমি, বিলাসবহুল গাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব সম্পদের তথ্য পেতে আলাদা অনুসন্ধান ও মামলার তদন্ত কাজ চলমান রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে