ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

২০২৫ সেপ্টেম্বর ২৫ ১০:৩১:৩৫
৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এনসিসি ব্যাংক লিমিটেড ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহের উদ্যোগ নিচ্ছে। এই লক্ষ্যে ব্যাংকটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এই বন্ডের নামকরণ করা হয়েছে ‘NCC Bank Non-Convertible Subordinated Bond–II’। এটি হবে নন-কনভার্টেবল (ইকুইটিতে রূপান্তরযোগ্য নয়) এবং সাবঅর্ডিনেটেড (অগ্রাধিকারপ্রাপ্ত নয় এমন ঋণপত্র) ধরনের বন্ড। ব্যাংকটি এই বন্ডের মাধ্যমে মোট ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে, যা প্রাইভেট প্লেসমেন্ট অর্থাৎ নির্দিষ্ট কিছু যোগ্য বিনিয়োগকারীদের কাছে সীমিতভাবে ইস্যু করা হবে।

এনসিসি ব্যাংক জানিয়েছে, এই বন্ড ইস্যুর মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক মানদণ্ড ব্যাসেল-৩ অনুসারে টাইার-২ (Tier-2) মূলধন শক্তিশালী করা। ফলে ব্যাংকটির মূলধনের ভিত্তি আরও মজবুত হবে এবং তা ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ বিতরণ ও নিয়ন্ত্রক সংস্থার ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (CAR) পূরণে সহায়ক হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানিয়েছে, বন্ড ইস্যু সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বিএসইসি'র অনুমোদনের পর ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তবে বন্ডটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে না, অর্থাৎ এটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত নয়।

বিনিয়োগ বিশ্লেষকরা মনে করছেন, মূলধন কাঠামো শক্তিশালী করতে ব্যাংকগুলোর এ ধরনের বন্ড ইস্যু দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে। একদিকে যেমন ব্যাংকের আর্থিক ভিত্তি মজবুত হবে, অন্যদিকে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

বর্তমানে এনসিসি ব্যাংক দেশের অন্যতম পুরনো বেসরকারি ব্যাংক হিসেবে কাজ করছে এবং বিভিন্ন খাতে ঋণ বিতরণ ও ডিজিটাল ব্যাংকিং প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছে। এই বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি তার ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা আরও জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে