ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

মনোনয়ন নিয়ে জল্পনা-কল্পনার অবসান!

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১০:৫১:৫৮
মনোনয়ন নিয়ে জল্পনা-কল্পনার অবসান!

নিজস্ব প্রতিবেদক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি প্রার্থী নির্বাচনে দুটি মূল মানদণ্ডকে গুরুত্ব দিচ্ছে: জরিপের ফলাফল, বিভাগীয় সাংগঠনিক নেতাদের সুপারিশ ও তথ্য-উপাত্ত

তবে প্রার্থী তালিকা নিয়ে দলীয় ও গণমাধ্যমে নানা গুঞ্জনের মধ্যে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেন, “আমরা কাউকে সবুজ সংকেত দিইনি। গণমাধ্যমে যেসব নাম এসেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, ইতিমধ্যে বেশ কয়েকটি জরিপ শেষ হয়েছে এবং তথ্য যাচাই-বাছাই চলছে। এছাড়া, দলীয় সাংগঠনিক নেতারা প্রার্থীদের নাম, জনপ্রিয়তা, সাংগঠনিক তৎপরতা ইত্যাদি বিশ্লেষণ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে রিপোর্ট জমা দিয়েছেন।

এরপরই শুরু হবে মনোনয়ন ফরম বিতরণ ও সাক্ষাৎকার প্রক্রিয়া। সবশেষে স্থায়ী কমিটির নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

দলের একাধিক নেতার মতে, কিছু মিডিয়ায় নাম আসা প্রার্থীদের নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যার পেছনে ব্যক্তিগত এজেন্ডাও কাজ করছে বলে মনে করছেন অনেকে। তারা বলেন, “এখনই কাউকে মনোনয়ন দেওয়া হয়নি, পুরো প্রক্রিয়া চলমান।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে