ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

অন্তর্বর্তী সরকারের বিপক্ষে চাঞ্চল্যকর অভিযোগ জি এম কাদেরের!

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১০:৪৬:০৭
অন্তর্বর্তী সরকারের বিপক্ষে চাঞ্চল্যকর অভিযোগ জি এম কাদেরের!

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ নীরবতার পর অবশেষে মুখ খুললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আওয়ামী লীগসহ সব দল নির্বাচনে এলে তবেই তা গ্রহণযোগ্য হবে।”

বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, “আওয়ামী লীগের যারা ভোটার, তারা কি ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন? তাদের নাগরিকত্ব কি বাতিল করা হয়েছে? তাহলে তারা যদি জাতীয় পার্টিকে ভোট দেয়, তাতে আপত্তির কারণ কী?”

জি এম কাদের জানান, আওয়ামী লীগের ভোটাররাও লাঙ্গলে ভোট দিতে পারে। একইসঙ্গে তিনি বলেন, বিএনপি যদি বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেয় এবং জনগণকে আস্থা দিতে পারে, তবে তারাও ভোট পেতে পারে। তবে জামায়াতে ইসলামীর প্রতি তিনি জনগণের সমর্থন আশা করছেন না।

অনেকে মনে করছেন, জাতীয় পার্টিকে আবারও “ম্যানেজড” বিরোধী দল হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে। এ বিষয়ে সরাসরি কিছু না বললেও, জি এম কাদের ইঙ্গিতপূর্ণভাবে বলেন, “আমাদের দল যদি কারও ভোট পায়, সেটা তাদের সমস্যা কেন?”

জি এম কাদের বলেন, “নির্বাচন হতে হবে নতুন সরকারের অধীনে, অন্তর্বর্তী সরকারে নয়।” তিনি অভিযোগ করেন, বিএনপিকে কোনঠাসা করে জামায়াতকে সামনে আনার চেষ্টা চলছে, যা দেশের জন্য শুভ হবে না।

তিনি আরও বলেন, জামায়াতকে নিষিদ্ধ করার সময় জাতীয় পার্টি বিরোধিতা করেছিল। “সব দলকে নিয়েই নির্বাচন হওয়া উচিত। তা না হলে নির্বাচন কখনোই গ্রহণযোগ্যতা পাবে না।”

সম্প্রতি জাতীয় পার্টির অভ্যন্তরে নানা ভাঙন ও বিভক্তি দেখা গেলেও জি এম কাদের দাবি করেন, “দল এখন আরও শক্তিশালী হয়েছে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে