ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Sharenews24

ভারতের জন্য বাংলাদেশ সরকারের 'সুগন্ধি শুভেচ্ছা'!

২০২৫ সেপ্টেম্বর ২২ ১৬:২৫:২১
ভারতের জন্য বাংলাদেশ সরকারের 'সুগন্ধি শুভেচ্ছা'!

নিজস্ব প্রতিবেদক : দুর্গাপূজা উপলক্ষে এবারও প্রতিবেশী দেশ ভারতকে উপহার পাঠিয়েছে বাংলাদেশ। ইলিশ মাছের পর এবার উপহারের তালিকায় যুক্ত হলো ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে চালভর্তি একটি পিকআপ ভ্যান ভারতের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ চাল পাঠানো হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের জন্য। সেখান থেকে ভারতের বিশিষ্ট ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হাতে উপহার হিসেবে পৌঁছে দেওয়া হবে চালগুলো।

সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল-এর স্বত্বাধিকারী রাজীব ভূইয়া বলেন, "পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ৫০০ কেজি সুগন্ধি চাল পাঠানো হয়েছে দিল্লি হাইকমিশনে। এটি পূজার শুভেচ্ছা হিসেবে ভারতীয়দের উপহার দেওয়া হবে।"

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান বলেন, "পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে উপহারের চালগুলো দ্রুত ছাড়করণ করা হয়েছে। সব আনুষ্ঠানিকতা মেনে চালগুলো পাঠানো হয়েছে।"

উল্লেখ্য, প্রতিবছর দুর্গাপূজার সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে উপহার বিনিময়ের একটি ঐতিহ্য গড়ে উঠেছে। এবারও সেই ধারাবাহিকতায় ইলিশ মাছের পাশাপাশি সুগন্ধি চাল উপহার পাঠানো হলো।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে