ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Sharenews24

আল আরাফাহ ইসলামী ব্যাংকের এমডিকে অপসারণ

২০২৫ অক্টোবর ২৭ ১৬:৩১:১৮
আল আরাফাহ ইসলামী ব্যাংকের এমডিকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক: আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীকে অপসারণ করা হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর হয়।

ফরমান আর চৌধুরী গত এপ্রিল থেকে বাধ্যতামূলক ছুটিতে ছিলেন। ওই সময় ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে নিয়মিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে আসছিল।

ব্যাংক সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে আল আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিভাগে অর্থ তছরুপের ঘটনা ধরা পড়ে। এরপর কেন্দ্রীয় ব্যাংক জড়িত ও সুবিধাভোগী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় এবং অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্টদের ছুটিতে পাঠানোর পরামর্শ দেয়।

সে অনুযায়ী, গত এপ্রিলে এক পর্ষদ সভায় এমডি ফরমান আর চৌধুরীসহ দুই ডেপুটি এমডি (ডিএমডি) ও ট্রেজারি বিভাগের প্রধানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

পরে ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় ফরমান আর চৌধুরীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ মেলে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংক পরিচালনা পর্ষদ তাঁকে অপসারণের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য প্রস্তাব পাঠায়, যা আজ অনুমোদন পায়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে