ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Sharenews24

প্রিজন ভ্যানে জেদ করে লোহার রড ধরে ইনুর কাণ্ড 

২০২৫ অক্টোবর ২৭ ১৮:২৪:২৭
প্রিজন ভ্যানে জেদ করে লোহার রড ধরে ইনুর কাণ্ড 

নিজস্ব প্রতিবেদক: সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনের রাস্তায় প্রিজন ভ্যানে দাঁড়িয়ে লোহার রড ধরার ঘটনা ঘটিয়েছেন।

ঘটনাটি ঘটে সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করার সময়। পুলিশের তৎপরতায় তাকে প্রিজন ভ্যানে নেওয়া হলে ইনু দাঁড়িয়ে থাকার অনুরোধ জানিয়ে ছিলেন। পুলিশের সঙ্গে কিছুটা বাকবিতণ্ডার পর তিনি প্রিজন ভ্যানে লোহার রড ধরে দাঁড়িয়ে যান, যদিও গাড়ি চলন্ত ছিল।

মামলায় অভিযোগ করা হয়েছে যে, ইনু জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন। এছাড়া তার চারটি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ১১ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ১৯ টাকার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং এবং দুর্নীতি করার অভিযোগ আনা হয়েছে।

মামলাটি এ বছরের ১৬ মার্চ দুদকের সহকারী পরিচালক দায়ের করেছেন। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আগামী ২ ফেব্রুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে