ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

কঠোর অবস্থান, বাড়ি মালিকদেরও সতর্ক করল পুলিশ!

২০২৫ সেপ্টেম্বর ১৮ ০৯:৩৯:৩৮
কঠোর অবস্থান, বাড়ি মালিকদেরও সতর্ক করল পুলিশ!

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় সরকারঘোষিত নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করেছে পুলিশ। বুধবার বিকেলে কর্ণফুলী থানা পুলিশের উদ্যোগে এই মাইকিং কর্মসূচি পরিচালনা করা হয়। এতে স্থানীয় বাসিন্দাদের সচেতন করে বলা হয়, নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্যকে বাড়ি ভাড়া দেয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকায় নতুন কোনো ভাড়াটিয়া বাসা নিলে তাদের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দিতে হবে। এছাড়া, নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বাড়ি ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেলে বাড়ির মালিককেও সহযোগী হিসেবে আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায়, সিএনজিচালিত একটি অটোরিকশায় লুঙ্গি ও জার্সি পরিহিত এক যুবক মাইকিং করে সতর্কতা বার্তা দিচ্ছেন। মাইকিংয়ে সরাসরি ‘আওয়ামী লীগ’ নাম উল্লেখ থাকায় স্থানীয় ও অনলাইনে ব্যাপক ভুল বোঝাবুঝি এবং বিতর্ক সৃষ্টি হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, *“আমাদের মাইকিংয়ে ‘আওয়ামী লীগ’ নাম উল্লেখের কারণে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, যা পরে সংশোধন করা হয়েছে। আসলে নির্দেশনা দেওয়া হয়েছে সরকারঘোষিত সকল নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে নয়।”*

ওসি আরও বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ রাখা এবং তাদের সদস্যদের সহায়তা বন্ধ করার ব্যাপারে আমাদের কঠোর অবস্থান রয়েছে। তাই জনসাধারণকে সতর্ক করার জন্য এই মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে