ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শেখ হাসিনার বিরুদ্ধে এবার ৪৭তম সাক্ষ্য দেবেন নাহিদ 

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৭:০২:৪৭
শেখ হাসিনার বিরুদ্ধে এবার ৪৭তম সাক্ষ্য দেবেন নাহিদ 

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আরও একজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের ১৭তম দিনে রাষ্ট্রপক্ষের ৪৬তম সাক্ষী মাহমুদুর রহমানের জেরা শেষ হয়েছে।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুধবার এই জেরা অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন এবং তার জেরা শেষ করেন রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। জবানবন্দিতে মাহমুদুর রহমান বলেন,

“গত ১৭ বছরে বাংলাদেশ ছিল এক প্রকার ফ্যাসিবাদের অধীনে পরিচালিত, যার কেন্দ্রে ছিলেন শেখ হাসিনা। ভারত সরকারের সরাসরি প্রভাব ও শেখ হাসিনার দমনমূলক নীতির ফলে গণতন্ত্র ধ্বংস হয়েছে।”

বিরতির পর রাষ্ট্রপক্ষের ৪৭তম সাক্ষী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম-এর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। তিনি ইতোমধ্যে দুপুর দেড়টার দিকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন।

২০২৪ সালের জুলাই-আগস্টে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলন দমনে ছাত্র ও সাধারণ জনগণের ওপর সহিংস দমননীতি গ্রহণের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা হয়। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

এ পর্যন্ত মামলায় রাষ্ট্রপক্ষের ৪৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। সাক্ষ্য দিয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, যেমন:

সিআইডির ডিজিটাল ফরেনসিক কর্মকর্তা শাহেদ জোবায়ের লরেন্স

রাজসাক্ষী হিসেবে আসামিপদ থেকে ফিরে আসা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

তিনি ৩৬তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন এবং তার জেরা শেষ হয় ৪ সেপ্টেম্বর।

ট্রাইব্যুনালের অবস্থা ও পরবর্তী পদক্ষেপ

ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ ও জেরা প্রতিদিন নির্ধারিত সময় অনুসারে চলছে। আগামী দিনে তদন্ত কর্মকর্তাসহ (IO) আরও গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ হতে পারে বলে জানা গেছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে