ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ঢাকাবাসীর জন্য ডাবল ধাক্কা

২০২৫ সেপ্টেম্বর ১৭ ০৮:২৫:৪৯
ঢাকাবাসীর জন্য ডাবল ধাক্কা

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাবাসীর জন্য আজকের দিনটি কিছুটা অস্বস্তির হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, যদিও আকাশে থাকবে মেঘের আনাগোনা এবং কিছু জায়গায় হতে পারে হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও হতে পারে হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না, বরং সামান্য বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অধিদপ্তর।

এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ, যার কারণে অস্বস্তিকর গরম অনুভূত হয়েছে শহরবাসীর মধ্যে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও বজ্রবৃষ্টির প্রবণতা আগামী কয়েকদিনও অব্যাহত থাকতে পারে। বিশেষ করে:

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে: অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে: অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে।

এমন আবহাওয়ায় ঢাকাবাসীর অস্বস্তি আরও বেড়ে যেতে পারে। বৃষ্টি হলেও তাপমাত্রা হ্রাস না পাওয়ায় ঘেমে-নেয়ে গরম অনুভব করার সম্ভাবনা বেশি। বিশেষ করে কর্মজীবী মানুষদের জন্য এটি দুর্ভোগ বাড়াতে পারে। তাই বাইরে বের হওয়ার আগে ছাতা, হালকা পোশাক এবং পানির বোতল সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে