ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে সক্রিয় হচ্ছে গোয়েন্দা প্রতিষ্ঠান

২০২৫ সেপ্টেম্বর ১৩ ২৩:৩৪:৩২
শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে সক্রিয় হচ্ছে গোয়েন্দা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক শ্রেণির প্রতারক চক্র শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের প্রলোভন দেখাচ্ছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও টেলিগ্রামের মাধ্যমে তারা লোভনীয় বার্তা ছড়িয়ে প্রথমে সামান্য মুনাফা দেখিয়ে আস্থা অর্জন করে। এরপর অধিক মুনাফার প্রতিশ্রুতি দিয়ে বড় অঙ্কের বিনিয়োগ হাতিয়ে নিয়ে হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়ার পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তা প্রতিরোধে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে (এনটিএমসি) একটি চিঠি দিয়েছে।

বিএসইসির চিঠিতে বলা হয়েছে, প্রতারকরা মোবাইল অ্যাপভিত্তিক বিনিয়োগ প্ল্যাটফর্মে বিনিয়োগকারীদের অর্থ আটকে গেছে বলে দাবি করে অতিরিক্ত অর্থ আদায় করে। পরবর্তীতে তারা বিনিয়োগকারীদের ব্লক করে দেয়। সম্প্রতি কমিশন একটি প্রতারণামূলক হোয়াটসঅ্যাপ গ্রুপের সন্ধান পেয়েছে এবং সেটি বন্ধ করার পাশাপাশি এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার অনুরোধ করেছে।

বিএসইসি জানিয়েছে, বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ এবং আইডির মাধ্যমে শেয়ারবাজারে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ২০১৩ সালের নিয়ম অনুযায়ী, শুধুমাত্র নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোই গবেষণা প্রতিবেদন বা শেয়ারের দামের পূর্বাভাস দিতে পারে। এই আইন লঙ্ঘন করে যেসব গ্রুপ বা পেজ এই কাজ করছে, তাদের মধ্যে কয়েকটি হলো:

• শখের শেয়ার বাজার

• BD STOCK EXCHANGE (DSE & CSE)

• বাজার বিশ্লেষণ

• PUBLIC BUSINESS CLUB

• Planned Investment

এছাড়া আরও কয়েকটি আইডি ও গ্রুপ রয়েছে, যেগুলোর মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, “প্রতারকরা নানা প্রলোভন দেখিয়ে সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে। এই প্রতারণা ঠেকাতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে। তবে এসব আইডি ও গ্রুপ ট্র্যাক করার ক্ষমতা বিএসইসির নেই, তাই আমরা এনটিএমসির সহযোগিতা নিচ্ছি।” তিনি বিনিয়োগকারীদের এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার বিশেষ আহ্বান জানিয়েছেন।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে