ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সপ্তাহের লেনদেন কমাতে দায়ী ১২ খাত

২০২৫ সেপ্টেম্বর ১৩ ২৩:১৫:১৫

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৪–১১ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেনেও বড় ধস নেমেছে। টাকার অঙ্কে লেনদেন কমেছে উল্লেখযোগ্য পরিমাণে। ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, সপ্তাহজুড়ে ৫ হাজার ৭৪৮ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। যা আগের সপ্তাহের তুলনায় ৭৪৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা কম। এই পতনের পেছনে দায়ী ছিল ১২ খাতের শেয়ার।

খাতভিত্তিক লেনদেন কমেছে

লেনদেনে সবচেয়ে বেশি ধাক্কা এসেছে ওষুধ ও রসায়ন খাতে। এ খাতে লেনদেন হয়েছে ৬১৭ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকার, যা আগের সপ্তাহের তুলনায় ২৭৯ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা কম।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন কমেছে ব্যাংক খাতে। এখানে লেনদেন দাঁড়িয়েছে ৪৮৩ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা, আগের সপ্তাহের তুলনায় যা কম ২৬৫ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকা।

তৃতীয় অবস্থানে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাত। খাতটিতে লেনদেন হয়েছে ৩২৪ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকার, যা সপ্তাহের ব্যবধানে কমেছে ১৫৬ কোটি ৮২ লাখ টাকা।

এর বাইরে বাকি খাতগুলোর মধ্যে—

• বস্ত্র খাতে লেনদেন কমেছে ১২১ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা।

• কাগজ ও প্রকাশনা খাতে কমেছে ৭২ কোটি ৯০ লাখ টাকা।

• বিবিধ খাতে ৫৪ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা।

• তথ্য প্রযুক্তি খাতে ৫৩ লাখ ৭০ হাজার টাকা।

• ট্যানারি খাতে ৩২ কোটি ৭৫ লাখ টাকা।

• পাট খাতে ২০ কোটি ২৩ লাখ টাকা।

• সিমেন্ট খাতে ১৩ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা।

• প্রকৌশল খাতে ২ কোটি ৪ লাখ টাকা।

• আর সিরামিকস খাতে কমেছে ৩০ লাখ ৫০ হাজার টাকার লেনদেন।

ডিএসইর তথ্য বলছে, এই ১২ খাতের শেয়ার লেনদেন কমার প্রভাবেই বাজারের সামগ্রিক টার্নওভার নেমে এসেছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে