ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ডাকসু ভিপিকে ৫ দফা দাবি জানালেন হাসনাত আব্দুল্লাহ

২০২৫ সেপ্টেম্বর ১১ ০৯:০৯:৩৯
ডাকসু ভিপিকে ৫ দফা দাবি জানালেন হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে শিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

ফেসবুক পোস্টে তিনি ডাকসুর নবনির্বাচিত নেতাদের উদ্দেশে বেশ কিছু দাবি ও প্রত্যাশা প্রকাশ করেন। এর মধ্যে অন্যতম দাবি ছিল বুয়েটের আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পটভূমিতে বহুল আলোচিত ‘গেস্টরুম কালচার’ তথা ছাত্র রাজনীতির নামে জুনিয়রদের নির্যাতনের সংস্কৃতি সম্পূর্ণ নির্মূল করা।

হাসনাত লেখেন,“আমি আবরার হত্যার আসামিদের ফাঁসি চাই না, আমি চাই যে সিস্টেম তাদের খুনি বানিয়েছে সেই সিস্টেমের ফাঁসি।”

তিনি নির্বাচিত ভিপি সাদিক কায়েমের প্রতি ব্যক্তিগত আস্থা প্রকাশ করে লেখেন,“বিশ্ববিদ্যালয়ের স্বার্থ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় সে আপোষহীন থাকবে বলে বিশ্বাস করি।”

সামগ্রিকভাবে তার স্ট্যাটাসে ছিল— ছাত্ররাজনীতির নামে ছাত্রনির্যাতনের সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান, নতুন নেতৃত্বের জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ এবং ছাত্রসমাজের মধ্যে মানবিক ও ন্যায়ের চর্চা গড়ে তোলার প্রত্যাশা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে