ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ভিপি নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বার্তা দিলেন সাদিক কায়েম

২০২৫ সেপ্টেম্বর ১০ ১০:৩৮:৫৫
ভিপি নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বার্তা দিলেন সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) বিপুল ভোটে জয়ী হয়েছেন। নির্বাচনে জয়ের পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় সাদিক কায়েম বলেন,“আপনারা আমাকে আগেও যেমন দেখেছেন, ভিপি নির্বাচিত হওয়ার পরও আমি ঠিক তেমনই থাকব। আমার ব্যবহারে, নীতিতে, কাজের ধরনে কোনো পরিবর্তন আসবে না।”

সিনেট ভবনে ফল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন,“এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি হলো সাধারণ শিক্ষার্থীদের বিশ্বাস ও আস্থার প্রতিফলন। আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখতে কাজ করব।”

সাদিক কায়েম বলেন,“আমি সব মতাদর্শের শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই। মতভেদ থাকবে, কিন্তু বিভেদ নয়। আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত একটি বৈষম্যহীন, নিরাপদ, এবং সুশাসনভিত্তিক ক্যাম্পাস নিশ্চিত করা।”

তিনি আরও বলেন,“ডাকসু হবে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি—এমন একটি প্রতিষ্ঠান যা থাকবে স্বচ্ছ, কার্যকর ও গণতান্ত্রিক। আমি সেই লক্ষ্যেই এগিয়ে যাব।”

সর্বশেষ ফলাফলে দেখা গেছে, সাদিক কায়েম পেয়েছেন ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৬৫৮ ভোট। তৃতীয় স্থানে ছিলেন স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা (২,৫৪৯ ভোট) এবং এরপর শামীম হোসেন (২,৩৮৫ ভোট)।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে