ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

পূর্বাচলের ‘নীলা মার্কেট’ ঘিরে অজানা রহস্য

২০২৫ আগস্ট ২২ ১১:২১:৩৫
পূর্বাচলের ‘নীলা মার্কেট’ ঘিরে অজানা রহস্য

নিজস্ব প্রতিবেদক: পূর্বাচলের ভোলানাথপুর এলাকায় গড়ে ওঠা ‘নীলা মার্কেট’ এখন পরিচিত মুখরোচক খাবার, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জনসাধারণের জমজমাট উপস্থিতির জন্য। কিন্তু প্রশ্ন থেকে যায়—এই মার্কেটটির নাম ‘নীলা’ কেন? কে এই নীলা?

অনুসন্ধানে জানা যায়, মার্কেটটি যে জায়গায় অবস্থিত, সেটি একসময় ছিল ফেরদৌসি আলম নীলা নামের এক রাজনৈতিক নেত্রীর ব্যক্তিগত সম্পত্তি। ২০১০ সালের দিকে তিনি ওই স্থানে কিছু অস্থায়ী দোকান নির্মাণ করে তা ভাড়া দেন।

২০১৩ সালে পূর্বাচলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হলে সরকার তার জমি অধিগ্রহণ করে নেয় এবং তার পরিবর্তে পাশের একটি সরকারি প্লট বরাদ্দ দেওয়া হয় নীলাকে।

বরাদ্দকৃত সরকারি জমিতে মার্কেট গড়ে তোলা হলে রাজউক একাধিকবার অভিযান চালিয়ে তা উচ্ছেদ করে। তবে, ফেরদৌসি আলম নীলা তার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আবারও দোকান বসান এবং সময়ের সাথে সাথে মার্কেটটি জনপ্রিয় হয়ে ওঠে।

জানা যায়, নীলা রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। তার ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ পরিচয় মার্কেটটি টিকিয়ে রাখতে মুখ্য ভূমিকা রাখে বলে স্থানীয়রা মনে করেন।

তথ্য যাচাই করতে নীলার জন্মস্থান ইচ্ছাপুরে গিয়ে জানা যায়, ৫ আগস্টের পর থেকে তিনি তার স্বামীর সঙ্গে বিদেশে অবস্থান করছেন।তার মা লুৎফা বেগম দাবি করেন, "নীলা মার্কেট নামে কিছু নেই—এটি কেবল মানুষের মুখে মুখে চালু হওয়া একটি নাম।"

অন্যদিকে, নীলার ভাই সিরাজুল ইসলাম, যিনি রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি, তিনিও একই দাবি করেন: “সরকারি জমিতে আমার বোনের কোনো মার্কেট নেই।”

তবে তাদের এমন বক্তব্য স্থানীয় বাস্তবতার সঙ্গে মেলে না। মার্কেটটি এখন বিস্তৃত আকার ধারণ করেছে এবং একটি সমিতির অধীনে দোকান থেকে নিয়মিত ভাড়া বা চাঁদা আদায় করা হচ্ছে বলেও জানা গেছে।

সরকারি জমিতে গড়ে ওঠা এই মার্কেট নিয়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা, প্রভাব এবং পরিবারের পরস্পরবিরোধী বক্তব্য—সব মিলিয়ে ‘নীলা মার্কেট’ এখন একটি আলোচিত নাম। নামটি যতই আনুষ্ঠানিক তালিকায় না থাকুক, জনমানসে এবং বাস্তবতায় এটি একটি প্রতিষ্ঠিত বাজার হয়ে উঠেছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে