ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

জলে গেল সজীব ওয়াজেদ জয়ের সেই দুই লাখ ডলার

২০২৫ আগস্ট ২২ ১০:৩৭:২৬
জলে গেল সজীব ওয়াজেদ জয়ের সেই দুই লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্টের গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে আশ্রয় গ্রহণের পর শুরুতে হতাশা প্রকাশ করলেও, বর্তমানে তার পুত্র সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে রাজনীতিকভাবে সক্রিয় হয়ে উঠেছেন। সম্প্রতি জানা গেছে, জয় যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রভাবিত করতে একটি প্রভাবশালী লবিস্ট ফার্মকে মোটা অঙ্কের অর্থ দিয়ে নিয়োগ দিয়েছেন।

গণঅভ্যুত্থানের ঠিক পরপরই একটি ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ জয় বলেন, এই পরিস্থিতিতে তার বা তার পরিবারের কিছু করার নেই, এবং জনগণ নিজেরাই সিদ্ধান্ত নেবে কী সঠিক। এমনকি এক আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না।

কিন্তু এক মাসের ব্যবধানে অবস্থান বদলে যায়। ১২ সেপ্টেম্বর জয় তার মালিকানাধীন প্রতিষ্ঠান 'Wazed Consulting Inc.'–এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের 'Strike Global Diplomacy' নামের একটি লবিস্ট ফার্মের সঙ্গে ছয় মাসের একটি চুক্তি করেন। চুক্তির আর্থিক মূল্য ২ লাখ ডলার (প্রায় আড়াই কোটি টাকা)।

এই লবিস্ট প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ও প্রশাসনের কাছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের অবস্থান তুলে ধরবে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে আওয়ামী লীগবিহীন বাংলাদেশকে "ইসলামি চরমপন্থী প্রভাবাধীন" হিসেবে উপস্থাপন করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, জয় এর আগেও ২০০৫ সালে 'Alcalde & Fay' নামের লবিস্ট ফার্মকে ৭ লাখ ২০ হাজার ডলার দিয়ে নিয়োগ করেছিলেন, সে সময়েও আওয়ামী লীগের ভাবমূর্তি নিয়ে যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালানো হয়েছিল।

শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং দলের বেশিরভাগ শীর্ষ নেতা কারাবন্দি বা আত্মগোপনে থাকায়, সজীব ওয়াজেদ জয় এখন কার্যত আওয়ামী লীগের একমাত্র আন্তর্জাতিক মুখপাত্রে পরিণত হয়েছেন। তিনি বিভিন্ন সময়ে গণমাধ্যমে ভিন্ন ভিন্ন বার্তা দিয়ে আলোচনায় এসেছেন।

এক পর্যায়ে তিনি দাবি করেন, শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি এবং সংবিধান অনুযায়ী তিনিই এখনো বৈধ প্রধানমন্ত্রী। আবার কিছু সময় পরই তিনি অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার ইচ্ছাও প্রকাশ করেন।

সম্প্রতি সেনাপ্রধানের নির্বাচন আয়োজন সংক্রান্ত ঘোষণার পর, রয়টার্সকে দেওয়া এক প্রতিক্রিয়ায় জয় বলেন, “নির্বাচনের সময়সীমা পেয়ে আমি খুশি, তবে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বা সংস্কার গ্রহণযোগ্য হবে না।”

সজীব ওয়াজেদ জয়ের লবিস্ট ফার্ম নিয়োগ এবং আন্তর্জাতিক মাধ্যমে সক্রিয় অবস্থান ভবিষ্যতের বাংলাদেশ রাজনীতিতে তার ভূমিকাকে আরও স্পষ্ট করছে। এই কৌশল আদৌ আওয়ামী লীগের পুনরুত্থানে সহায়ক হবে কিনা, তা নির্ভর করবে দেশের অভ্যন্তরীণ রাজনীতির গতিপ্রকৃতি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ওপর।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে