ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

শামীম ওসমানদের ৪ বাড়ি কিনলেন যিনি 

২০২৫ আগস্ট ২২ ১০:৩১:২৭
শামীম ওসমানদের ৪ বাড়ি কিনলেন যিনি 

নিজস্ব প্রতিবেদক: একসময় নারায়ণগঞ্জের রাজনীতির সমার্থক ছিল ওসমান পরিবার। শামীম ওসমান, সেলিম ওসমান ও প্রয়াত নাসিম ওসমান — এই তিন ভাই দীর্ঘদিন ধরে জেলার রাজনীতি, অর্থনীতি ও প্রশাসনের একচ্ছত্র নিয়ন্ত্রক ছিলেন। তবে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দ্রুতই বদলে গেছে চিত্র।

আজকের বাস্তবতায়, এই পরিবারটির সদস্যরা পলাতক, বাড়িঘর দখলে বা বিক্রির পথে, এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরে।

ওসমান পরিবারের রাজনীতি ও প্রভাবশালী অবস্থান দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জবাসীর জন্য এক পরিচিত বাস্তবতা ছিল। তাদের ছত্রছায়ায় গড়ে উঠেছিল একটি ভয়ভীতির সংস্কৃতি। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ—সবাই কমবেশি এই পরিবারের প্রভাবের মধ্যে ছিল। শামীম, সেলিম ও নাসিম ওসমান—তিনজনই সংসদ সদস্য ছিলেন এবং রাজনৈতিক প্রশাসনিক কাঠামোয় তাদের ছিল অপ্রতিরোধ্য আধিপত্য।

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় মোড় নেয়। ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন সরকার পতনের পর পরই ওসমান পরিবার তাদের অবস্থান হারাতে শুরু করে।পরিস্থিতির চাপে তারা আত্মগোপনে চলে যায় এবং রাজনীতির মঞ্চ থেকে কার্যত অদৃশ্য হয়ে যায়।

ওসমান পরিবারের বিলাসবহুল বাড়িগুলো আজ আর তাদের মালিকানায় নেই। জানা গেছে, ফকির অ্যাপারেলস লিমিটেড নামে একটি গার্মেন্টস প্রতিষ্ঠান ইতিমধ্যেই শামীম ও সেলিম ওসমানের মালিকানাধীন চারটি বাড়ি কিনে নিয়েছে।বাড়িগুলোর মূল্য ধরা হচ্ছে কয়েকশ কোটি টাকা।

অন্যদিকে, ৫ আগস্ট পরবর্তী সময়ে উত্তাল ছাত্র ও জনতার হাতে পরিবারের একাধিক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঐতিহ্যবাহী পারিবারিক বাড়িটিও এই আক্রমণের হাত থেকে রেহাই পায়নি।

ওসমান পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও দখলবাজির অভিযোগ ছিল। তবে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থেকে এসব অভিযোগ ধামাচাপা পড়ে যেত।বর্তমানে দুদক তাদের বিরুদ্ধে সক্রিয় অনুসন্ধান চালাচ্ছে এবং তদন্তকারীরা বলছেন, অভিযুক্তরা পলাতক থাকায় আইনি প্রক্রিয়া সহজ হতে পারে।

ওসমান পরিবারের পতনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। দীর্ঘদিনের ভয়ভীতির পরিবেশ থেকে মুক্তি পেয়ে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে।বহু বছর পর রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জনগণের প্রত্যাশা, গণতন্ত্র, এবং সুশাসনের কথা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে