ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

ইভ্যালির গ্রাহকদের ১৩ কোটি টাকা ফেরত দিল নগদ

২০২৫ আগস্ট ১৯ ২০:১৭:৫৪
ইভ্যালির গ্রাহকদের ১৩ কোটি টাকা ফেরত দিল নগদ

নিজস্ব প্রতিবেদক: ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি বন্ধ হওয়ার সময় গ্রাহকদের কাছ থেকে নগদের মাধ্যমে জমা হওয়া ১৭ কোটি টাকার মধ্যে প্রায় ১৩ কোটি টাকা ফেরত দিয়েছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

নগদের তথ্যমতে, ২০২৩ সালে ১,৬৩১ জন গ্রাহককে ৬ কোটি ১৪ হাজার টাকার বেশি এবং ২০২৪ সালে ২২,৯৯৯ জন গ্রাহককে আরও ৬ কোটি ৬৮ লাখ টাকা ফেরত দেওয়া হয়। সবমিলিয়ে ২৪,৬৩০ জন গ্রাহক এরই মধ্যে টাকা ফেরত পেয়েছেন।

এই কার্যক্রমটি বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্সবিষয়ক কারিগরি কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে।

নগদের হিসাবে, এখনো ৪ কোটি ৮৬ লাখ টাকার মতো অর্থ তাদের কাছে ইভ্যালির গ্রাহকদের নামে জমা রয়েছে। সরকারি যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শেষ হলেই এই অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া বলেন,“আমরা অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কাজ করছি। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, অবশিষ্ট অর্থ ফেরত দিতে প্রস্তুত আছি।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে