ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

এনবিআরের ১৭ কর্মকর্তার বিরুদ্ধে বড় পদক্ষেপ দুদকের

২০২৫ আগস্ট ১৯ ১৭:৩৬:৪২
এনবিআরের ১৭ কর্মকর্তার বিরুদ্ধে বড় পদক্ষেপ দুদকের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ কর্মকর্তার সম্পদের উৎস অসঙ্গত মনে করে তাদের কাছ থেকে সম্পদ বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এই তথ্য জানান।

তিনি বলেন, দুদকের তথ্য অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামে বা তাদের পক্ষে অন্য কারও নামে অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। সেই প্রেক্ষিতে তাদের সম্পদ ও দায়-দেনার বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এই তালিকায় রয়েছেন এনবিআরের সদস্য, অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার ও উপ-কর কমিশনারসহ মোট ১৭ জন কর্মকর্তা। এদের মধ্যে উল্লেখযোগ্য নাম:

মো. লুৎফুল আজিম (সদস্য)

এ কে এম বদিউল আলম (আয়কর নীতি)

মো. আলমগীর হোসেন (সাবেক অতিরিক্ত মহাপরিচালক, সিআইসি)

কাজী মো. জিয়া উদ্দিন (কমিশনার, কাস্টমস ও ভ্যাট)

মো. কামরুজ্জামান (কমিশনার, রেলওয়ে কাস্টমস)

আব্দুর রশিদ মিয়া (অতিরিক্ত কমিশনার, বৃহৎ করদাতা ইউনিট)

মোনালিসা শাহরিন সুস্মিতা (উপ-কর কমিশনার)

সাহেলা সিদ্দিক (অতিরিক্ত কমিশনার, গোয়েন্দা ইউনিট)

এর আগে ২৯ জুন, ১ জুলাই এবং ৩ জুলাই মোট ১৬ জন এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুদক।দুদক জানিয়েছে, এসব কর্মকর্তার সম্পদ বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তাই আইন অনুযায়ী সম্পদের হিসাব জমা দিতে হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে