ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫
Sharenews24

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে রাষ্ট্রপতির বার্তা

২০২৫ আগস্ট ০৪ ১৮:০৮:১৬
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে রাষ্ট্রপতির বার্তা

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল দুঃশাসন, দুর্নীতি, গুম, খুন, ভোটাধিকার হরণের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও জনতার ক্ষোভের বিস্ফোরণ। এই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।

সোমবার (৪ আগস্ট) "জুলাই গণ-অভ্যুত্থান দিবস" উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

তিনি বলেন,“ছাত্র-শ্রমিক-জনতা বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলেছিল। এই ঐতিহাসিক অর্জনের বর্ষপূর্তিতে দেশের মুক্তিকামী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

রাষ্ট্রপতি আরও বলেন,“আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি শহীদদের, যারা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে নিজের জীবন দিয়েছেন। আহত ও পঙ্গু হয়ে যাওয়া বীরদের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব।”

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে রাষ্ট্র একটি ব্যাপকভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে, যা এক নতুন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সহায়ক হবে।

রাষ্ট্রপতি তার বাণীতে জনগণের প্রতি আহ্বান জানান,“চূড়ান্তভাবে ফ্যাসিবাদ নির্মূল করে জুলাইয়ের চেতনার পূর্ণ বাস্তবায়ন ঘটাতে হবে, যেন গড়ে ওঠে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে