ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

নতুন করে হুঁশিয়ারি দিলেন ইনকিলাব মঞ্চের হাদী

২০২৫ আগস্ট ০২ ১১:৪১:৩৭
নতুন করে হুঁশিয়ারি দিলেন ইনকিলাব মঞ্চের হাদী

নিজস্ব প্রতিবেদক: 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ৫ই আগস্ট, যা ঐতিহাসিক ৩৬শে জুলাই হিসেবে পালিত হচ্ছে, সংসদ ভবনের সামনে ছাত্র-জনতার পক্ষ থেকে 'জুলাইয়ের ঘোষণাপত্র' পাঠ করা হবে। এই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, সকল রাজনৈতিক দল, শহীদ পরিবারবর্গ এবং জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশীদারদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এই ঘোষণাকে কেন্দ্র করে, পূর্বে ৩রা আগস্টের জন্য ঘোষিত 'কফিন মার্চ' কর্মসূচি আপাতত স্থগিত করে ৬ই আগস্টে স্থানান্তর করা হয়েছে। সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, ৫ই আগস্টের ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান আয়োজনে কোনো বাধা সৃষ্টি করা হবে না।

'ইনকেলাব মঞ্চ'-এর পক্ষ থেকে জানানো হয়, এই ঘোষণাপত্র জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবং এর সাংবিধানিক স্বীকৃতির দাবি জানায়। ঘোষণাপত্রে ছাত্র-জনতার দাবিগুলো সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হবে। পাশাপাশি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি 'জুলাই সনদ'-এ ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, যা এই ঘোষণাপত্রের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হবে।

আয়োজকরা জানিয়েছেন, বিএনপি সহ দেশের প্রায় সকল বাংলাদেশপন্থী এবং '২৪-এর গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলো এই 'জুলাই সনদ'-এর প্রতি সমর্থন জানিয়েছে। কিছু ক্ষেত্রে মতপার্থক্য থাকলেও, নোট অব ডিসেন্টসহ দলগুলো ঐকমত্যে পৌঁছেছে।

কর্মসূচির পরিবর্তন ও ভবিষ্যৎ পরিকল্পনা:

৩রা আগস্টের কফিন মার্চ: এই কর্মসূচিটি পরিবর্তন করে ৬ই আগস্টে নেওয়া হয়েছে, যাতে ৫ই আগস্টের ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান সফলভাবে আয়োজন করা যায়।

৫ই আগস্টের কর্মসূচি: সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে সঙ্গে নিয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 'জুলাইয়ের ঘোষণাপত্র' পাঠ করা হবে। এই দিনটিকে একটি জাতীয় উদযাপনের দিন হিসেবে পালন করার আহ্বান জানানো হয়েছে।

৬ই আগস্টের কর্মসূচি: যদি ৫ই আগস্টের অনুষ্ঠানে কোনো ধরনের বাধা বা ষড়যন্ত্র করা হয়, তবে ৬ই আগস্ট দুপুর ১২টা থেকে সচিবালয়ে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করা হবে।

আয়োজকরা দেশের সকল শহীদ পরিবার, জুলাই যোদ্ধা এবং বাংলাদেশপন্থী জনগণকে ৫ই আগস্ট ঢাকায় এসে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার এবং জাতীয় উদযাপনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন যে, এই দিনটি আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের চূড়ান্ত পতনের প্রথম ধাপ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে