ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

১২ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, সতর্কতা জারি

২০২৫ আগস্ট ০১ ১১:১৬:৩২
১২ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঢাকাসহ মোট ১২টি অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাস অনুযায়ী, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকার অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে যাতে নদী বা সমুদ্র তীরবর্তী এলাকায় থাকা মানুষ এবং নৌযান চলাচলকারী সকলে সতর্ক থাকতে পারেন। এসব এলাকায় বাসিন্দাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাস দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বইতে পারে। দিনের তাপমাত্রা বেশির ভাগ সময় অপরিবর্তিত থাকতে পারে।

আজ ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯২ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত এই পূর্বাভাস অনুসারে সবাই সতর্ক থাকার পাশাপাশি ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির কারণে সৃষ্ট দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে