ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

চট্টগ্রাম থেকে ঢাকায় ছাত্রদলের 'ট্রেন অভিযান'

২০২৫ আগস্ট ০১ ১০:৫৯:১৭
চট্টগ্রাম থেকে ঢাকায় ছাত্রদলের 'ট্রেন অভিযান'

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে আগামী শনিবার (৩ আগস্ট) আয়োজিত ছাত্র সমাবেশে যোগ দিতে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার জন্য বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশ শেষে একই ট্রেনে অংশগ্রহণকারীরা আবার চট্টগ্রামে ফিরে যাবেন।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে পাঠানো এক জরুরি তারবার্তায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম ও ঢাকার বিভাগীয় রেলওয়ে ম্যানেজারদের নির্দেশ দেওয়া হয়েছে।

তারবার্তায় জানানো হয়েছে, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের অনুরোধে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে একজোড়া বিশেষ প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে। এতে থাকবে ২০টি পিএইচটি টাইপ কোচ, যার মোট আসনসংখ্যা ১,১২৬টি।

বিশেষ ট্রেনটি ৩ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছাড়বে এবং দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে ৩ আগস্ট সন্ধ্যা ৭টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে ৪ আগস্ট রাত ১টায় চট্টগ্রামে পৌঁছাবে।

রেলওয়ের চিঠিতে আরও বলা হয়েছে, ট্রেন পরিচালনার আগে ভাড়া ও অন্যান্য চার্জ আদায়ের দায়িত্বে থাকবেন বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, চট্টগ্রাম। ট্রেনের সময়সূচি অনুযায়ী রেক গঠন ও চলাচল নিশ্চিত করবেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা।

এছাড়া ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, ইঞ্জিন ও ক্রু সরবরাহ, পাওয়ার কার ও বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য আরএনবি সদস্য মোতায়েন থাকবে চট্টগ্রাম ও ঢাকায়।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে