ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

সরকারি চাকরিজীবীদের জরুরি নির্দেশনা

২০২৫ আগস্ট ০১ ১০:৫০:১৯
সরকারি চাকরিজীবীদের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ পাওয়া খালি বাসা ১০ দিনের মধ্যে দখল নিতে হবে—এমন নির্দেশনা দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে সম্প্রতি একটি চিঠি পাঠানো হয়েছে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

ঢাকায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের জন্য সরকারি আবাসন পরিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হয় নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে। বরাদ্দপত্র অনুযায়ী, কোনো বাসা খালি হলে তা ১০ দিনের মধ্যে দখল নেওয়া বাধ্যতামূলক।

তবে বাস্তবে দেখা যাচ্ছে, অনেক বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি বাসা খালি থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে দখল গ্রহণ করেন না। ফলে দীর্ঘ সময় বাসাগুলো খালি থাকে, এতে করে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি অপেক্ষমাণ অন্যান্য কর্মচারীকেও বাসা বরাদ্দ দেওয়া যাচ্ছে না।

এই পরিস্থিতিতে, বরাদ্দপ্রাপ্তদের নির্ধারিত সময়ের মধ্যে বাসার দখল গ্রহণ করতে বলা হয়েছে। দখল গ্রহণে আগ্রহী না হলে বিষয়টি দ্রুত আবাসন পরিদপ্তরকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে