ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫
Sharenews24

তারেক রহমানের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র 

২০২৫ জুলাই ১৩ ১৫:৫৮:৫৫
তারেক রহমানের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র 

নিজস্ব প্রতিবেদক: দেশে যেকোনো বিতর্কিত ঘটনার পরপরই যেন ‘দোষী খোঁজার খেলা’ শুরু হয়। সাম্প্রতিক পুরান ঢাকার ভাঙ্গারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। প্রকাশ্যে নির্মম ও পৈশাচিক এ হত্যাকাণ্ডের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। এই ঘটনার সঙ্গে যুবদলের স্থানীয় কিছু নেতাকর্মী সম্পৃক্ত থাকার অভিযোগে পাঁচজনকে আজীবনের জন্য বহিষ্কার করেছে সংগঠনটি।

যদিও বিএনপি কেন্দ্র থেকে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে, তবুও এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক মহল দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এককভাবে টার্গেট করে প্রচারণা ও কুৎসা ছড়াতে শুরু করেছে। সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তার বিরুদ্ধে এক ধারাবাহিক ও পরিকল্পিত অপপ্রচার। শুধু তারেক রহমানই নন, পুরো জিয়া পরিবারকে নিয়েও ছড়ানো হচ্ছে হেয়প্রতিপন্নমূলক প্রচার।

বিশ্লেষকদের মতে, কিছু ক্যাডারনির্ভর ইসলামপন্থী দল ও বামমুখী প্রোপাগান্ডা গোষ্ঠী সক্রিয়ভাবে এ অপতৎপরতায় জড়িত। এর পেছনে রয়েছে অবৈধ অর্থায়ন ও রাজনৈতিক প্রতিহিংসা। তাদের দাবি, বিএনপির ভেতরের কিছু সুবিধাভোগী গোষ্ঠীও চাচ্ছে না তারেক রহমান দেশে ফিরে দলের নেতৃত্ব সুদৃঢ় করুন।

একটি অংশ মনে করে, আন্তর্জাতিক ষড়যন্ত্র, বিশেষ করে ভারতের কিছু মহলের ইন্ধনও রয়েছে তারেক রহমানের বিরুদ্ধে এ ধরনের প্রচারণায়। কারণ, তারা চান না বাংলাদেশের আগামী নেতৃত্বে এমন কেউ আসুক, যিনি জাতীয় স্বার্থে আপসহীন থাকেন।

তারেক রহমানের নেতৃত্বে দলীয় শৃঙ্খলা রক্ষায় কড়া অবস্থান থাকলেও, বাস্তবে মাঠ পর্যায়ে কিছু নেতাকর্মীর লাগামছাড়া আচরণ বিএনপির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় জামায়াতকর্মী হত্যা কিংবা মুরাদনগরে সাম্প্রতিক ধর্ষণ-ট্রিপল মার্ডার ইস্যুতেও বিএনপিকে একইভাবে কোণঠাসা করা হয়েছিল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এটি একটি পরিচিত কৌশল—ঘটনা ঘটিয়ে বিএনপিকে দায়ী করা এবং নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমান জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বলে বিশ্লেষকেরা মনে করছেন। তার দেশে প্রত্যাবর্তনের খবরে নতুন এক গণজোয়ার সৃষ্টি হতে পারে বলে ধারনা। এই সম্ভাবনাই হয়তো তাকে পরিকল্পিতভাবে আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়েছে।

সোহাগ হত্যাকাণ্ডের দায় নিয়ে যেখানে দলীয়ভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে, সেখানে পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে শুধু তারেক রহমানকে টেনে আনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তারা বলছেন, অভ্যুত্থান-পরবর্তী এই সময়ে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভিতরের শৃঙ্খলা রক্ষা ও বাইরের প্রোপাগান্ডা মোকাবিলা করা।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে