ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫
Sharenews24

ব্যাংক খাতের দুর্দান্ত প্রত্যাবর্তনে বাজারে প্রাণচাঞ্চল্য

২০২৫ জুলাই ০৭ ২১:৫৬:৩৯
ব্যাংক খাতের দুর্দান্ত প্রত্যাবর্তনে বাজারে প্রাণচাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন নিষ্ক্রিয়তার পর আজ (সোমবার) শেয়ারবাজারে ব্যাংক খাতের নজিরবিহীন সক্রিয়তা দেখা গেছে। সূচক উত্থান, লেনদেন বৃদ্ধি এবং দাম বৃদ্ধিসহ প্রতিটি ক্ষেত্রে বাজার ঘুরাতে বড় ভূমিকা রেখেছে ব্যাংক খাতের দৃপ্ত উপস্থিতি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে বেড়েছে ৩৫টির শেয়ার দর এবং অপরিবর্তিত ছিল একটি কোম্পানির দর। সূচক উত্থানে ব্যাংক খাতের নেতৃত্ব ছিল চোখে পড়ার মতো—ডিএসইর প্রধান সূচকে অবদান রাখা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টিই ছিল ব্যাংক, যাদের সম্মিলিত অবদান ২৯.৫৪ পয়েন্ট।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ব্যাংক খাতের ৪টি ছিল। একইসঙ্গে হল্টেড হওয়া ১১ কোম্পানির মধ্যে ৫টিই ছিল ব্যাংক। এমনকি লেনদেন বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যেও ৩টি ছিল ব্যাংক খাতভুক্ত।

আজ ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে রূপালী ব্যাংকের। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ টাকা ১০ পয়সায়। এদিন মোট ৩৮ লাখ ২৩ হাজার ৯৩০টি শেয়ার ৮ কোটি ৮১ লাখ ৭৮ হাজার টাকায় লেনদেন হয়।

সূচকে সর্বাধিক অবদান রেখেছে ইসলামী ব্যাংক। এককভাবে সূচকে ৮.৮১ পয়েন্ট যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এদিন ব্যাংকটির শেয়ার দর ৪৪ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ৪৬ টাকা ৬০ পয়সা পর্যন্ত উঠানামা করে, এবং দিনশেষে দর দাঁড়ায় ৪৫ টাকা ৬০ পয়সায়।

ব্র্যাক ব্যাংকের শেয়ারে টাকার অংকে সর্বোচ্চ লেনদেন হয়েছে। আজ ব্যাংকটির মোট ৩৭ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে শেয়ারের দর ছিল ৫৬ টাকা।

সার্বিকভাবে ব্যাংক খাতে আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৫০ কোটি ৫৪ লাখ ৯২ হাজার টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২৬.২৫ শতাংশ।

বিশ্লেষকদের মতে, বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বাজারকে দীর্ঘ খরা কাটিয়ে ঘুরে দাঁড়াতে সহায়তা করছে ব্যাংক খাতের এই দুর্দান্ত প্রত্যাবর্তন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে