ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫
Sharenews24

মধ্যরাতেই এনসিটি ছাড়ল সাইফ পাওয়ার টেক

২০২৫ জুলাই ০৭ ১৬:৫৭:৪৪
মধ্যরাতেই এনসিটি ছাড়ল সাইফ পাওয়ার টেক

নিজস্ব প্রতিবেদন: রোববার (৬ জুলাই) রাত ১২টা ১ মিনিটে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শেষ হলো সাইফ পাওয়ার টেক লিমিটেডের দীর্ঘ ১৭ বছরের পরিচালনা পর্ব। এরপর তা হস্তান্তর করা হয় বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের হাতে।

চুক্তির মেয়াদ অনুযায়ী, ড্রাইডক আপাতত ছয় মাস এনসিটির দায়িত্বে থাকবে। যদিও আইনি সীমাবদ্ধতার কারণে সরাসরি নৌবাহিনীকে দায়িত্ব না দিয়ে তাদের অধীনস্থ প্রতিষ্ঠান ড্রাইডক লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত পাওয়ার পর বন্দর বোর্ডের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর হয়। রাত ১২টা পার হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন দায়িত্ব হস্তান্তর হয়।

সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমীন বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এনসিটি বন্দরকে বুঝিয়ে দিয়েছি। এখনো আমরা বন্দরের অন্য কার্যক্রমে সক্রিয় আছি এবং প্রয়োজনে সহযোগিতা দিতে প্রস্তুত।”

প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরে বর্তমানে চারটি কনটেইনার টার্মিনাল রয়েছে:

চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি)

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)

জেনারেল কারগো বার্থ (জিসিবি)

পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি)

২০২৪-২৫ অর্থবছরে বন্দরে হ্যান্ডলিং হওয়া প্রায় ৩২ লাখ টিইইউস কনটেইনারের মধ্যে ৪৪ শতাংশই এনসিটির মাধ্যমে পরিচালিত হয়, যা এককভাবে সর্বোচ্চ।

বর্তমানে ড্রাইডক কর্তৃপক্ষ সাইফ পাওয়ার টেকের জনবল দিয়েই এনসিটি পরিচালনা করছে। তবে ভবিষ্যতে এর কাঠামোতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মুসআব/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে