ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫
Sharenews24

প্রাথমিক শিক্ষকদের জন্য দারুণ খবর

২০২৫ জুলাই ০৭ ০৯:৩০:২৩
প্রাথমিক শিক্ষকদের জন্য দারুণ খবর

নিজস্ব প্রতিবেদন: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ হাজার প্রধান শিক্ষকের জন্য সুখবর আসছে। উচ্চ আদালতের রায়ের আলোকে দীর্ঘদিন ঝুলে থাকা বেতন গ্রেড উন্নীতকরণের বিষয়টি এখন সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান জানান, প্রধান শিক্ষকদের বেতন ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার প্রস্তাব ইতোমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হয়ে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই প্রজ্ঞাপন জারি করা হবে। যেহেতু এতে সরকারের অতিরিক্ত আর্থিক ব্যয় নেই, তাই সরকার বিষয়টিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েছে।

তবে এ প্রক্রিয়াকে কেন্দ্র করে কিছু অসাধু মহল চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে বলে সতর্ক করেছে অধিদপ্তর। একটি অফিস আদেশে সকল উপপরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে, ১০ম গ্রেড বাস্তবায়নের সুযোগ নিয়ে কোনো স্বার্থান্বেষী মহল যেন প্রধান শিক্ষকদের কাছ থেকে আর্থিক সুবিধা না নিতে পারে। চাঁদাবাজি বা অর্থ লেনদেনের প্রমাণ পেলে সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে থানায় সোপর্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৮ সালের রিট পিটিশন নম্বর ৩২১৪/২০১৮ এর ভিত্তিতে হাইকোর্ট প্রথমে ৪৫ জন প্রধান শিক্ষকের পক্ষে রায় দেয়, যাদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করা হয়। এখন বাকি শিক্ষকদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে সরকার অগ্রসর হচ্ছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৯ মার্চ সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দিলেও পরবর্তীতে প্রশিক্ষিতদের জন্য ১১তম এবং অপ্রশিক্ষিতদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করা হয়, যা বৈষম্যমূলক উল্লেখ করে রিয়াজ পারভেজসহ ৪৫ জন শিক্ষক রিট দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে হাইকোর্ট ও আপিল বিভাগ রায় তাদের পক্ষে দেন।

শিক্ষক সমাজ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে