ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫
Sharenews24

জেনে নিন নতুন কর ছাড়ের সুবিধা

২০২৫ জুলাই ০৬ ১৫:২৩:১০
জেনে নিন নতুন কর ছাড়ের সুবিধা

নিজস্ব প্রতিবেদক : ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়া যাচ্ছে। এই প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে এবার রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যা করদাতাদের জন্য নতুন কর ছাড়ের সুবিধা এনেছে। যেসব ক্ষেত্রে মিলবে কর ছাড়

* ভাইবোনের দান করমুক্ত: নতুন বাজেটে আপন ভাইবোনের মধ্যে দান করা অর্থ বা সম্পদ সম্পূর্ণ করমুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে পারিবারিক জমি, ফ্ল্যাটসহ স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর আরও সহজ হবে। বিদেশে থাকা ভাইবোনকে পাঠানো অর্থও এই সুবিধার আওতায় পড়বে।

* কৃষি আয়ে ছাড়: বাণিজ্যিক কৃষিকে উৎসাহিত করতে একজন করদাতার ৫ লাখ টাকা পর্যন্ত কৃষি আয় করমুক্ত রাখা হয়েছে।

* বেসরকারি চাকরিজীবীদের সুবিধা: বেসরকারি চাকরিজীবীদের বিভিন্ন ভাতা বাবদ এতদিন ৪.৫ লাখ টাকা পর্যন্ত আয়কর ছাড় পাওয়া যেত, যা এখন বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে।

* পেনশন স্কিমে করমুক্তি: জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয় এবং সর্বজনীন পেনশন স্কিম থেকে প্রাপ্ত সুবিধাভোগীর আয় করমুক্ত থাকবে।

* মরণব্যাধির চিকিৎসায় ছাড়: চাকরিজীবী করদাতাদের মরণব্যাধির চিকিৎসা খরচ করমুক্ত ঘোষণা করা হয়েছে। কিডনি, লিভার, ক্যান্সার, হার্ট, মস্তিষ্কে অস্ত্রোপচার এবং কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনসংক্রান্ত চিকিৎসার জন্য প্রাপ্ত অর্থ এই সুবিধার আওতায় আসবে।

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে