ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫
Sharenews24

ফেসবুক স্ট্যাটাসে চাকরি হারালেন সহকারী কমিশনার

২০২৫ জুলাই ০২ ১৮:১৭:১০
ফেসবুক স্ট্যাটাসে চাকরি হারালেন সহকারী কমিশনার

নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ায় সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক এ কর্মকর্তা আগে থেকেই ওএসডি হিসেবে কর্মরত ছিলেন এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

তাপসীর বিতর্কিত স্ট্যাটাসে বলা হয়, "সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে... কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।”

এছাড়া, শহীদ আবু সাঈদকে নিয়ে বিরূপ মন্তব্য এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে একাধিক পোস্ট দিয়েছিলেন তিনি।

২০২৩ সালের ৬ অক্টোবর তাকে ওএসডি করা হয় এবং পরদিন সাময়িক বরখাস্ত করা হয়। পরে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’র আওতায় তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।

প্রথম দফা কারণ দর্শানোর নোটিশে সন্তোষজনক জবাব না পাওয়ায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় দ্বিতীয় দফা কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। সব দিক বিবেচনায় তাকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ শাস্তি প্রদান করা হয়।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ সিদ্ধান্তে সম্মতি জানায় এবং রাষ্ট্রপতি চাকরিচ্যুতির প্রস্তাব অনুমোদন করেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে