ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আদানিকে চমকে দিয়ে বিশাল অংকের বিল পরিশোধ

২০২৫ জুলাই ০২ ১৫:২১:৫৯
আদানিকে চমকে দিয়ে বিশাল অংকের বিল পরিশোধ

নিজস্ব প্রতিবেদক: ভারতের আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া নিয়ে জটিলতা অবশেষে কাটিয়ে উঠেছে বাংলাদেশ। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির কাছে সব বকেয়া পরিশোধ করেছে সরকার।

পিটিআই-এর বরাতে জানা যায়, গত জুন মাসে বাংলাদেশ এককালীন ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে আদানিকে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ এককালীন অর্থ পরিশোধ হিসেবে বিবেচিত হচ্ছে।

নয়াদিল্লির সূত্রগুলো জানিয়েছে, এই অর্থের মধ্যে রয়েছে আগের বকেয়া, বিদ্যুৎ সঞ্চালন ব্যয় এবং বিদ্যুৎ ক্রয়চুক্তি সংশ্লিষ্ট সব দাবি। এ পরিশোধের মাধ্যমে আদানির সঙ্গে বিদ্যুৎ লেনদেনে বাংলাদেশের সব দেনা মিটে গেছে।

বর্তমানে বাংলাদেশের পক্ষ থেকে আদানি পাওয়ারকে ঝাড়খণ্ডের গড্ডা কেন্দ্রের দুটি ইউনিট থেকেই নির্ধারিত হারে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়েছে।

এনডিটিভি জানায়, গত তিন-চার মাস ধরে বাংলাদেশ ধাপে ধাপে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার করে পরিশোধ করে আসছিল।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৫ নভেম্বর আদানি পাওয়ারের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয়চুক্তি করে বাংলাদেশ। ওই চুক্তির আওতায় ভারতের ঝাড়খণ্ডে ২০০ কোটি ডলার ব্যয়ে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে আদানি গ্রুপ।

বর্তমানে বাংলাদেশ আগাম দুই মাসের বিলের সমপরিমাণ এলসি (লেটার অব ক্রেডিট) এবং সব বকেয়ার জন্য সার্বভৌম গ্যারান্টিও দিয়েছে বলে জানা গেছে। ফলে আদানির পক্ষ থেকেও বিদ্যুৎ সরবরাহে কোনো অনিশ্চয়তা নেই বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে