ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫
Sharenews24

বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে সাত কোম্পানির শেয়ার

২০২৫ জুলাই ০২ ১৬:৩০:১০
বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে সাত কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: অর্থবছরের প্রথম কার্যদিবস ০২ জুলাই (বুধবার) দেশের উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচক বৃদ্ধির পাশাপাশি উভয় বাজারে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দামও বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বিক্রেতা সঙ্কটে পড়ে হল্টেড হয়েছে ৭ কোম্পানির শেয়ার। যেগুলো হলো- দেশ গার্মেন্টস, মেঘনা ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, সালভো কেমিক্যাল, রূপালী ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল এবং তুংহাই নিটিং। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে দেশ গার্মেন্টসের। ডিএসইতে কোম্পানিটির শেয়ার দাম আজ ১০ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৫ টাকা ৫০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দাম ১০৪ টাকা ৮০ পয়সা থেকে ১১৫ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ৩ লাখ ২৩ হাজার ৭৪৩টি শেয়ার ৩ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার টাকায় লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ২ টাকা ১০ পয়সা বা ৯.৮৬ শতাংশ দাম বেড়েছে মেঘনা ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। এদিন কোম্পানিটির শেয়ার দাম ২১ টাকা ৫০ পয়সা থেকে ২৩ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ১৬ লাখ ২৫ হাজার ৯৪৬টি শেয়ার ৩ কোটি ৭০ লাখ ৪৮ হাজার টাকায় লেনদেন হয়েছে।

৩ টাকা ৩০ পয়সা বা ৯.৭৯ শতাংশ দাম বেড়ে তৃতীয় স্থানে রয়েছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স। আজ ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ দাম ছিল ৩৭ টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দাম ৩৫ টাকা ১০ পয়সা থেকে ৩৭ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ২ লাখ ৩ হাজার ৪৬০টি শেয়ার ৭৪ লাখ ২৮ হাজার টাকায় লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- সালভো কেমিক্যালের দাম বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৯.৭৯ শতাংশ, রূপালী ব্যাংকের ১ টাকা ৭০ পয়সা বা ৯.৭৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৪০ পয়সা বা ৯.৩০ শতাংশ এবং তুংহাই নিটিংয়ের ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে