ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫
Sharenews24

আবারও বিয়ের পিঁড়িতে বসছেন হিরো আলম

২০২৫ মে ২৫ ২২:৫৯:০১
আবারও বিয়ের পিঁড়িতে বসছেন হিরো আলম

বিনোদন ডেস্ক: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মডেল আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এবারের সম্ভাব্য জীবনসঙ্গী তার টিমে সম্প্রতি যুক্ত হওয়া মডেল ইতি। একাধিক মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে জানা গেছে।

রোববার বিকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হিরো আলম বলেন, “আমরা প্রেমের সম্পর্কে আছি—এটা ঠিক। তবে বিয়ে তো আল্লাহর হাতে। যদি সম্পর্ক সেদিকে গড়ায়, তাহলে বিয়ের সিদ্ধান্ত নেব।”

ইতিও তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষায়, “কাজ করতে গিয়েই আমাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে।”

হিরো আলম জানান, “ইতি গাজীপুরের মেয়ে। অনেক ভালো মেয়ে। নিজেই যোগাযোগ করেছিল মিউজিক ভিডিওতে কাজের আগ্রহ নিয়ে। সেখান থেকেই তার আমার টিমে যোগ দেওয়া এবং ধীরে ধীরে আমাদের সম্পর্কের শুরু।”

অন্যদিকে, হিরো আলম বর্তমানে তার তৃতীয় স্ত্রী রিয়া মনির সঙ্গে আর সংসার করছেন না বলে জানিয়েছেন। তার দাবি, বাবার মৃত্যুর সময় তিনি হাসপাতালে এক মাস ছিলেন, কিন্তু রিয়া পাশে ছিলেন না এবং বাবার মরদেহ দেখতেও আসেননি। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং রিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন।

এর আগে হিরো আলম একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেমে পড়েন রিয়া মনির। সে সময় তার দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান তাকে ডিভোর্স দেন। এরপর রিয়াকে বিয়ে করেন তিনি এবং একসঙ্গে বিভিন্ন ভিডিও কনটেন্টে কাজ করেছেন।

প্রসঙ্গত, ২০১০ সালে সাদিয়া বেগম সুমিকে বিয়ে করেন হিরো আলম। এই দাম্পত্যজীবনে তাদের তিন সন্তান রয়েছে—আলো, আঁখি ও আবির।

২০১৯ সালের ৬ মার্চ যৌতুকের দাবিতে সুমিকে মারধরের অভিযোগে গ্রেফতার হন হিরো আলম। মামলাটি করেন তার শ্বশুর সাইফুল ইসলাম। ৭ মার্চ আদালতের নির্দেশে তিনি কারাগারে যান এবং পরে ১৯ এপ্রিল জামিনে মুক্তি পান। তবে প্রথম স্ত্রী সুমির সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

২০১৫ সালে সোশ্যাল মিডিয়ায় কমেডি ভিডিওর মাধ্যমে আলোচনায় আসেন হিরো আলম। এরপর থেকে একাধিকবার তার ব্যক্তিজীবন ও পেশাজীবন বিভিন্ন কারণে সংবাদ শিরোনামে এসেছে।

সিজান/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে