ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫
Sharenews24

৩০ জুনের পর একদিনও ক্ষমতায় না থাকার ঘোষণা প্রধান উপদেষ্টার

২০২৫ মে ২৫ ২২:৪২:১২
৩০ জুনের পর একদিনও ক্ষমতায় না থাকার ঘোষণা প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ৩০ জুনের পর তিনি আর দায়িত্বে থাকবেন না। তিনি সাফ জানিয়েছেন, নির্ধারিত সময়সীমার পর একদিনের জন্যও ক্ষমতায় থাকার ইচ্ছা বা পরিকল্পনা তার নেই।

রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস।

বৈঠকে অংশ নেয়া দলগুলোর মধ্যে ছিল এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ কয়েকটি ইসলামি দল, গণঅধিকার পরিষদ এবং গণতন্ত্র মঞ্চভুক্ত দল ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, জাসদ (রব), গণসংহতি আন্দোলন ও সিপিবি।

বৈঠক শেষে প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্পষ্ট করে জানিয়েছেন, আগামী ৩০ জুনের পর তিনি আর একদিনের জন্যও দায়িত্বে থাকবেন না।”

তিনি আরও জানান, “ড. ইউনূস বলেছেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন না করতে পারলে তিনি নিজেকে অপরাধী মনে করবেন।”

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে