ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫
Sharenews24

‘জিনের দরবারে’ ভিসার সমাধান!

২০২৫ মে ২৫ ১৮:১৪:৩৭
‘জিনের দরবারে’ ভিসার সমাধান!

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে কাজ করা এক প্রবাসীর স্ত্রী তার স্বামীর জন্য ভিসা জোগাড় করতে গিয়ে শিকার হলেন ভয়ঙ্কর প্রতারণার। প্রথমে ‘এক টাকাও লাগবে না’— এমন প্রতিশ্রুতি দিয়ে তাকে ফাঁদে ফেলে কথিত ‘জিনের বাদশা’, পরে ধাপে ধাপে হাতিয়ে নেয় ১০ লাখ ২০ হাজার টাকা!

সংশ্লিষ্ট নারী ইউটিউবে প্রচারিত একটি ভিডিও দেখে ‘জিনের বাদশা মা ফাতেমার দরবার’-এর ফোন নম্বরে যোগাযোগ করেন। বলা হয়, সৌদি কফিল বাধ্য হবে— দরকার শুধু কিছু আচার-অনুষ্ঠান! কিন্তু ‘সাহায্য’ করতে গিয়ে প্রতারকচক্র দাবি করে—

আগরবাতি, গোলাপজল ও কাপ সিন্দুর লাগবে

২১ কেজি ভুটানী গরুর দুধে ধুয়ে জিন পরীকে পবিত্র করতে হবে

‘রতাময়ী শ্রী আংটি’ পরে শয়তান রুখতে হবে

জিনদের জন্য ‘আগুন মোয়া শাড়ি’ কিনতে হবে

পাঠা বলি দিয়ে ‘খবিশ জিন’ মুক্ত করতে হবে

এভাবে একের পর এক অজুহাতে টাকা নেওয়া হতে থাকে।

যারা কথা না শুনে প্রতিবাদ করতে চান, তাদের ভয় দেখানো হয় জিন-পরীর ভয়াবহ ছবি পাঠিয়ে। বলা হয়—"সন্তান রক্তবমি করে মারা যাবে, পরিবারের সবাই পঙ্গু হয়ে যাবে যদি কারো কাছে মুখ খোলেন।"

‘জিনের কণ্ঠ’ হিসেবে ভয়েস চেঞ্জার অ্যাপে পুরুষ প্রতারক নারী সেজে কথা বলত। ভয়, বিশ্বাস আর ধর্মীয় আবেগ কাজে লাগিয়ে গড়ে তোলে কোটি টাকার প্রতারণা সাম্রাজ্য।

ভোলা জেলার বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে।তারা হলো:

মো. রাকিব (২০)

মো. রাকিব মোল্লা (২৯)

মো. আলাউদ্দিন

পিবিআই জানায়, ২০১৯ সাল থেকে এ চক্র হাজার হাজার মানুষকে টার্গেট করে প্রায় ৭ বছরে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

তারা ভুয়া নাম-পরিচয়ে সিম রেজিস্ট্রেশন করে বিকাশ-নগদ অ্যাকাউন্ট খুলে লেনদেন চালাতো।

তাদের প্রতারণার কৌশল:

ইউটিউব/টিভিতে বিজ্ঞাপন

ফোনে ভয় দেখানো

ধর্ম-আধ্যাত্মিকতার লেবাস

নারী কণ্ঠে কথা

ভয়াবহ ভবিষ্যদ্বাণী ও ব্ল্যাকমেইল

ধাপে ধাপে অর্থ আদায়

সাইবার প্রতারণা ও ধর্মীয় ফাঁদে পড়ে সর্বস্ব হারানোর আগে সাবধান হন। কোনো ‘জিন’, ‘পীর’ বা ‘দরবার’ টাকা চায়— জানবেন, এটা প্রতারণা।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে