ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫
Sharenews24

ফতুল্লা থেকে আওয়ামী লীগ গ্রেফতার, কারাগারে প্রেরণ

২০২৫ মে ২৫ ২২:৩১:৫৯
ফতুল্লা থেকে আওয়ামী লীগ গ্রেফতার, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লা কাশিপুর এলাকা থেকে গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার টুসিকে (৩০) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৫ মে) দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ। আদালত বিকেলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডেমরার পশ্চিম সারুলিয়ার পংকু মিয়া জামে মসজিদ রোড এলাকার বাসিন্দা টুসিকে শনিবার (২৪ মে) রাত ১০টার দিকে ফরাজিকান্দা এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ডেমরা থানা পুলিশ নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহযোগিতায় ওই অভিযান পরিচালনা করে। তিনি ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে তিন মাস ধরে আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, রজনী আক্তার টুসি ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সহ-সভাপতি এবং বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য পরিচয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আসছিলেন।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গত ৭ মে ডেমরা থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলায় অভিযোগ রয়েছে, টুসি ও তার সহযোগীরা গাউছিয়া এক্সপ্রেস নামে একটি বাসের মালিকের কাছ থেকে নিয়মিত মাসিক ১৫ হাজার টাকা চাঁদা আদায় করতেন।

মামলার বিবরণে বলা হয়, গত ১ মে বাস মালিক চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর, ৪ মে রাতে ডেমরার সুলতানা কামাল ব্রীজের ঢালে গাউছিয়া এক্সপ্রেসের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১২-৪০৬৬) হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও চালককে মারধর করেন টুসি ও তার সহযোগীরা। এতে বাসচালক গুরুতর আহত হন।

এছাড়া টুসির বিরুদ্ধে রাজধানী ও ডেমরা এলাকায় বর্তমান সরকারের বিরুদ্ধে ঝটিকা মিছিল, উসকানিমূলক লিফলেট বিতরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগও রয়েছে।

পুলিশ জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় টুসির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। আদালতে উপস্থাপনের পর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে