ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
Sharenews24

স্ত্রী-সন্তানসহ অল্পের জন্য রক্ষা পেলেন বাপ্পা মজুমদার

২০২৫ মে ২২ ১৬:০৮:৩৭
স্ত্রী-সন্তানসহ অল্পের জন্য রক্ষা পেলেন বাপ্পা মজুমদার

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার সকালে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বনানীর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। ইন্টারকমে আগুনের খবর পেয়ে বাসা ছাড়ার চেষ্টা করেন বাপ্পা, কিন্তু ধোঁয়ায় কিছুই দেখতে না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। আগুনের আঁচে মুখও পুড়ে যাওয়ার উপক্রম হয়েছিল বলে জানান তিনি।

পরিস্থিতির ভয়াবহতায় পরিবার নিয়ে বারান্দায় আশ্রয় নেন। পরে গীতিকার শাহান কবন্ধের সহায়তায় স্ত্রী তানিয়া হোসাইন ও দুই মেয়েকে নিয়ে বাসা ছাড়েন। ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এক ফেসবুক পোস্টে বাপ্পা লেখেন, "আমরা অল্পের জন্য বেঁচে গেছি। ফায়ার সার্ভিস না এলে কী হতো ভাবলেই গায়ে কাঁটা দেয়।" তিনি জানান, এখনো মানসিকভাবে বিপর্যস্ত এবং এই ট্রমা কাটিয়ে উঠতে সময় লাগবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে