ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

বন্ধ হলো ভারত-বাংলাদেশের সম্মিলিত শিক্ষা উদ্যোগ

২০২৫ মে ২১ ০৮:৫৭:৩৪
বন্ধ হলো ভারত-বাংলাদেশের সম্মিলিত শিক্ষা উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা চুক্তি বাতিল করেছে ভারতের আহমেদাবাদভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন (এনআইডি)।

সোমবার (১৯ মে) এনআইডির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বর্তমান পরিস্থিতি’ বিবেচনায় এবং ‘জাতীয় অগ্রাধিকারের সর্বোচ্চ স্বার্থে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, “জাতীয় অনুভূতি এবং তার নৈতিক কাঠামোর সঙ্গে সংহতি রেখে এনআইডি ও পাঠশালার মধ্যে স্বাক্ষরিত সহযোগী চুক্তি সমাপ্ত করা হচ্ছে।”

২০২৩ সালে শিক্ষাবিষয়ক তথ্য আদান-প্রদানের লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মেয়াদ ছিল ২০২৮ সাল পর্যন্ত। তবে মেয়াদ শেষ হওয়ার তিন বছর আগেই এটি বাতিল করা হলো।

চুক্তির আওতায় ডিজাইন, অ্যানিমেশন, ফটোগ্রাফি ও চিত্র নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সুযোগ ছিল। তবে এনআইডির এক কর্মকর্তার দাবি, “গত দুই বছরে যৌথভাবে কোনো প্রকল্প বাস্তবায়ন করা হয়নি।” অতীতেও এমন চুক্তি স্বাক্ষরিত হলেও প্রকল্প কার্যকর হয়নি বলেও জানান তিনি।

এনআইডির পরিচালক অশোক মণ্ডল ভারতীয় গণমাধ্যমকে বলেন, “আমরা আমাদের দেশের এবং সরকারের পাশে রয়েছি। আমাদের প্রতিষ্ঠানের জন্য জাতিই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। সেই দৃষ্টিকোণ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও স্পষ্ট করেন যে, এ সিদ্ধান্ত কোনো সরকারি (রাজ্য বা কেন্দ্র) নির্দেশনার ভিত্তিতে নয়, বরং প্রতিষ্ঠানের নিজস্ব অবস্থান থেকে নেওয়া হয়েছে।

চুক্তি বাতিলের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য যৌথ উদ্যোগগুলো অনিশ্চিত হয়ে পড়ল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে