ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

২৫ পুরুষকে বিয়ের নামে প্রতারণা ‘ডাকাত কনের’

২০২৫ মে ২১ ০৭:৩৭:৪৮
২৫ পুরুষকে বিয়ের নামে প্রতারণা ‘ডাকাত কনের’

বিনোদন প্রতিবেদক: ভারতের রাজস্থানে ‘ডাকাত কনে’ হিসেবে পরিচিত অনুরাধা পাসওয়ান (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি সংঘবদ্ধ চক্রের সদস্য অনুরাধা অন্তত ২৫ জন যুবককে প্রতারণার ফাঁদে ফেলেছেন।

পুলিশ জানিয়েছে, অনুরাধা ও তার দল নতুন শহরে ভুয়া পরিচয়ে আত্মপ্রকাশ করে, দরিদ্র ও অসহায় নারী হিসেবে আবেগঘন গল্প শুনিয়ে পাত্রপক্ষের মন জয় করতেন। বিয়ের পর শ্বশুরবাড়ির সদস্যদের খাবার বা পানীয়তে নেশাদ্রব্য মিশিয়ে অচেতন করে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যেতেন।

সম্প্রতি প্রতারিত হন বিষ্ণু শর্মা নামে এক ব্যক্তি। গত ২০ এপ্রিল তিনি অনুরাধাকে বিয়ে করেন। বিয়ের দুই সপ্তাহের মাথায় অনুরাধা পালিয়ে যান, সঙ্গে নিয়ে যান ১.২৫ লাখ রুপির গয়না, ৩০ হাজার রুপি নগদ ও একটি মুঠোফোন।

বিষ্ণুর অভিযোগের ভিত্তিতে পুলিশ অনুসন্ধান চালিয়ে অনুরাধাকে গ্রেপ্তার করে। তদন্তে দেখা গেছে, বিয়ের সব নথি ও কাগজপত্র জাল ছিল। বর্তমানে চক্রের অন্য সদস্যদের খোঁজে তল্লাশি চলছে এবং পুলিশের একাধিক রাজ্যের সঙ্গে সমন্বয় করে তদন্ত অব্যাহত রয়েছে।

মিরাজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে