ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

ভারতীয় ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

২০২৫ মে ২০ ০৬:১৪:১০
ভারতীয় ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতভিত্তিক বেশ কিছু ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৯ মে) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এসব এজেন্সি জেনেশুনে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে সহায়তা করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির অংশ, যা বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় থেকে আরও জোরদার হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন, “আমরা ভিসা বিধির অপব্যবহার রোধে ট্রাভেল এজেন্সিগুলোর মালিক, নির্বাহী এবং শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখব, যাতে অবৈধ অভিবাসন নেটওয়ার্ক বন্ধ করা যায়।” তবে তিনি নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেননি।

বলা হচ্ছে, নিষেধাজ্ঞাগুলো ‘ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট’-এর আওতায় নেওয়া হয়েছে, যা মার্কিন অভিবাসন ব্যবস্থার অংশ। এ নিষেধাজ্ঞা এমন একটি বৃহৎ প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রে বেআইনি অভিবাসন প্রতিরোধ করা।

নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস এরই মধ্যে একাধিকবার সামাজিক মাধ্যমে ভারতীয় নাগরিকদের সতর্ক করে বলেছে—যুক্তরাষ্ট্রে অনুমোদিত ভ্রমণের সময়সীমা অতিক্রম করা হলে তা ভবিষ্যতে মার্কিন ভিসা পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এমনকি স্থায়ী নিষেধাজ্ঞার মুখেও পড়তে হতে পারে।

তবে এই নিষেধাজ্ঞার কার্যকারিতা ও ভবিষ্যৎ প্রভাব এখনই নির্ধারণ করা সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ ভারতীয় অভিবাসী ও ভ্রমণকারী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে