ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

অবাক করা তথ্য: প্রাণীরাও পার্টি করে মদ খায়

২০২৫ মে ২১ ০৬:৫৭:০২
অবাক করা তথ্য: প্রাণীরাও পার্টি করে মদ খায়

শেয়ারনিউজ ডেস্ক: পশ্চিম আফ্রিকার গিনি-বিসাউয়ের ক্যান্টানহেজ ন্যাশনাল পার্কে শিম্পাঞ্জিদের আচরণ নিয়ে গবেষণা করছেন ব্রিটিশ গবেষকদের একটি দল। গবেষণার অংশ হিসেবে তারা শিম্পাঞ্জিদের আবাসস্থলে গোপন ক্যামেরা স্থাপন করেন। পরে সেসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গবেষকরা একটি চমকপ্রদ তথ্য পেয়েছেন—শিম্পাঞ্জিরাও ‘অ্যালকোহল পার্টি’ করে।

এক্সেটার বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলের সদস্যরা জানিয়েছেন, ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্যে দেখা গেছে শিম্পাঞ্জিরা আফ্রিকান ব্রেডফ্রুট নামের একটি ফল খাচ্ছে, যাতে প্রাকৃতিকভাবে ইথানল (অ্যালকোহল) তৈরি হয়েছে। পরবর্তীতে পরীক্ষাগারে ফলটি বিশ্লেষণ করে তাতে ইথানলের উপস্থিতি নিশ্চিত করা হয়।

গবেষণায় আরও দেখা গেছে, শিম্পাঞ্জিরা শুধু নিজেরা ফল খেয়ে শেষ করছে না, বরং পরস্পরের মধ্যে ভাগাভাগিও করছে। যা তাদের মধ্যে সামাজিক বন্ধনের ইঙ্গিত দেয়। সাধারণত শিম্পাঞ্জিরা খাবার ভাগ করে না, তাই এই গাঁজানো ফল খাওয়ার সময়ের সহযোগিতামূলক আচরণ গবেষকদের জন্য ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এক্সেটার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইকোলজি অ্যান্ড কনজারভেশনের গবেষক আনা বোল্যান্ড বলেন, “মানুষের ক্ষেত্রে আমরা জানি, অ্যালকোহল গ্রহণের ফলে ডোপামিন ও এন্ডোরফিন নিঃসৃত হয়, যা সুখ এবং প্রশান্তির অনুভূতি জাগায়। সেইসঙ্গে মদ ভাগ করে পান করার সংস্কৃতি সামাজিক বন্ধন গড়তেও সহায়ক।”

তিনি আরও বলেন, “এখন দেখা যাচ্ছে, বন্য শিম্পাঞ্জিরাও ইথানলযুক্ত ফল খাচ্ছে এবং পরস্পরের সঙ্গে তা ভাগ করে নিচ্ছে। প্রশ্ন উঠছে, তারা কি একই রকম মানসিক প্রতিক্রিয়া অনুভব করছে?”

গবেষকরা মনে করছেন, এই আচরণ শিম্পাঞ্জিদের বিবর্তনীয় ইতিহাসে ‘আনুষ্ঠানিক ভোজ’ বা সামাজিক খাবার ভাগাভাগির শুরুর দিকের ধাপ হিসেবে বিবেচনা করা যেতে পারে।

তবে বিষয়টি নিশ্চিত করতে শিম্পাঞ্জিরা ইচ্ছাকৃতভাবে ইথানলযুক্ত ফল খোঁজে কি না এবং তারা কীভাবে এসব হজম করে, সে বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

আলীম/

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে